কলকাতা, 26 জুলাই : 9 হাজার টাকা না পেলে পার্ক সার্কাস থেকে মেডিকেল কলেজে দুই কোরোনা আক্রান্তকে নিয়ে যাবে না ৷ এই অভিযোগ উঠল পার্ক সার্কাসের এক বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে ৷ পরে দীর্ঘ টালবাহানার পর অন্য একটি অ্যাম্বুলেন্সের চালক সাড়ে চার হাজার টাকায় ওই দুই শিশুকে পার্ক সার্কাসের হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যেতে রাজি হন ৷ এই ঘটনায় অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা উচিত বলে মত চিকিৎসকদের ৷
হুগলির নয় বছরের এক নাবালক এবং কলকাতার দশ মাসের এক শিশুর চিকিৎসা চলছিল পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে । সেখানে কয়েকদিন ধরে তাদের ভেন্টিলেশনে রাখা হয়েছিল । হাসপাতাল সূত্রে খবর, তাদের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট প্রথমে নেগেটিভ আসে । শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ভেন্টিলেটরের বাইরে আনা হয় তাদের । ফের সোয়াবের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজ়িটিভ আসে । জানা যায়, 10 মাসের শিশু কোরোনার পাশাপাশি ডেঙ্গিতেও আক্রান্ত । হাসপাতাল সূত্রে খবর, রিপোর্ট পাওয়ার পর স্বাস্থ্যভবনের সঙ্গে যোগাযোগ করা হয় । এরপর কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় তাদের । স্বাস্থ্যভবন থেকে জানানো হয়, স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হবে । তবে অন্য রোগীদের চাপে দেরি হতে পারে । বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারে । এর পর অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ । একটি অ্যাম্বুলেন্স যেতে রাজি হয় । দুই রোগীর পরিবারের অভিযোগ, পার্ক সার্কাস থেকে কলকাতা মেডিকেল কলেজে যেতে 9 হাজার টাকা দাবি করে ওই অ্যাম্বুলেন্স চালক । অথচ দুই হাসপাতালের মধ্যে দূরত্ব মাত্র ছয় কিলোমিটার ।