কলকাতা, 11 জুন : এলাকায় চুন থেকে পান খসলে শাসক দলের কাউন্সিলর বা তার দলবল পৌঁছে যান সংশ্লিষ্ট বাড়িতে । রং করা বা কোনও ছোট মেরামতে অনুমতির নামে টাকা চাওয়ার আকছার অভিযোগ ওঠে (Allegation of citizen in Talk to Mayor programme )। এ দিন 'টক টু মেয়র' অনুষ্ঠানে এই অভিযোগ পেয়ে অপ্রস্তুত হয়ে পড়েন ফিরহাদ হাকিম ।
85 নম্বর ওয়ার্ড থেকে এক ব্যক্তি এ দিন টক টু মেয়র (Talk to Mayor) অনুষ্ঠানে অভিযোগ জানান, বাড়ি রিপিয়ারিং করতে হলেও স্থানীয় কাউন্সিলরকে(Councillor) জানাতে হয় ৷ অথচ কাউন্সিলরের কাছের লোকরা 4 তলা বা 5 তলা বাড়ি তুললেও অনুমতি লাগে না । এই অভিযোগ পেয়ে কার্যত অস্বস্তির মুখে পড়েন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি এরপর নাগরিকদের স্পষ্ট বার্তা দেন, ছোট মেরামত বা রং এসব করতে কারও অনুমতি লাগবে না ।