কলকাতা, 13 সেপ্টেম্বর: বাংলার ফুটবলের বর্তমান প্রতিবন্ধকতার কথা শুনলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে । সোমবার রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার অফিসে কিছুটা বিব্রতই হলেন তিনি । আইএফএ সভাপতি (Indian Football Association President) অজিত বন্দ্যোপাধ্যায় কোনও রাখঢাক না করে ভারতীয় ফুটবল ক্যালেন্ডারে কলকাতা ফুটবল লিগের জন্য নিরবচ্ছিন্ন সময়ের দাবি জানালেন । তখুনি তা দিতে না পারলেও প্রতিশ্রুতি দিয়েছেন কল্যাণ চৌবে (AIFF President Kalyan Chaubey felicitation in IFA Office in Kolkata) ৷
ভারতীয় ফুটবলের সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই দম ফেলার সময় পাচ্ছেন না কল্যাণ চৌবে । তার মধ্যে সোমবার আইএফএ অফিসে সংবর্ধনা সভায় এসেছিলেন তিনি । ভারতীয় ফুটবল নিয়ে তাঁর চিন্তা-ভাবনা জানিয়ে গেলেন ভারতের প্রাক্তন গোলরক্ষক । মূলত, ভারতের বিভিন্ন পুরনো ট্রফি যেমন রোভার্স, ফেডারেশন কাপ, সুপার কাপ ফিরিয়ে আনার প্রতি জোর দিতে চাইছেন এআইএফএফ সভাপতি ।
আরও পড়ুন: বাইচুং ভুটিয়াকে হারিয়ে এআইএফএফ সভাপতি হলেন কল্যাণ চৌবে
ক্যালেন্ডার গড়তে চায় এআইএফএ
প্রত্যেক বছর কলকাতা লিগ (Calcutta Football League) নিয়ে সমস্যা হচ্ছে । ঠিক কোন সময় কলকাতা লিগ করতে পারলে তা কাটিয়ে ওঠা যাবে, সেটা স্থির করতে হবে । এই মরশুমে অন্য কোনও দলের লিগ খেলা নিয়ে অসুবিধে না হলেও এটিকে মোহনবাগানের হচ্ছে । প্রথমে তারা এএফসি ইন্টারজোনাল সেমিফাইনালে খেলার জন্য কলকাতা লিগে খেলতে চায়নি । এরপরে আসে বকেয়া টাকার সমস্যা । তা মিটলেও জাতীয় শিবিরে ফুটবলার ছাড়ার কারণে তারা কলকাতা লিগ খেলতে রাজি হচ্ছে না । এই পরিস্থিতি যাতে আগামী মরশুমে না হয়, সেই জন্য আগে থেকেই সূচি প্রকাশের কথা ভাবছে আইএফএ । তবে তার জন্য এআইএফএফ-এর সাহায্য ভীষণ ভাবে দরকার । তাই কল্যাণের সঙ্গে আলোচনা করতে চাইছে আইএফএ । তবে ফেডারেশন সভাপতি জানিয়েছেন, সংশ্লিষ্ট রাজ্যের লিগ সবাইকে খেলতে হবে। কোনও অজুহাতে এড়িয়ে যাওয়া চলবে না ।