কলকাতা, 14 জুলাই:ব্য়াংক বেসরকারিকরণের বিরুদ্ধে জনমত গড়তে (Protest Against Bank Privatisation) পথে নামছে 'অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন' (All India Bank Officers' Confederation) বা এআইবিওসি (AIBOC) ৷ রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলি বেসরকারি মালিকানাধীন হয়ে গেলে সাধারণ গ্রাহকের কী কী সমস্যা হতে পারে, তা গ্রামে গ্রামে শিবির করে প্রচার করবে এই সংগঠন ৷ বৃহস্পতিবার থেকেই রাজ্যের 23টি জেলায় এই প্রচার শুরু হবে ৷ প্রয়োজনে কৃষক আন্দোলনের ধাঁচে অবস্থান বিক্ষোভেরও আয়োজন করা হতে পারে ৷
তাঁদের আন্দোলনের রূপরেখা সম্পর্কে আমজনতাকে ওয়াকিবহাল করতে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন এআইবিওসি-র প্রতিনিধিরা ৷ সংগঠনের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত জানিয়েছেন, 14 জুলাই থেকে শুরু হওয়া প্রচার কর্মসূচি চলবে আগামী 16 জুলাই পর্যন্ত ৷ সারা রাজ্যকে ছ'টি জোনে ভাগ করে প্রচার চালানো হবে ৷ এরপর কেন্দ্রীয় ভাবে আগামী 19 জুলাই কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করা হবে ৷ এই সমাবেশে সমাজের সমস্ত শ্রেণির মানুষকে একজোট করে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলির বেসরকারিকরণের বিরূদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে ৷ সব শেষে সংসদের বাদল অধিবেশন চলাকালীন 'দিল্লি চলো' অভিযান করা হবে ৷