পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bank Privatisation: ব্যাংকের বেসরকারিকরণ রুখতে কৃষক আন্দোলনের ধাঁচে প্রতিরোধের ভাবনা - AIBOC

ব্য়াংক বেসরকারিকরণের বিরুদ্ধে জনমত গড়তে (Protest Against Bank Privatisation) এ বার রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করতে চলেছে 'অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন' (All India Bank Officers' Confederation) বা এআইবিওসি (AIBOC) ৷ প্রয়োজনে কৃষক আন্দোলনের (Farmer Agitation) ধাঁচে প্রতিবাদ গড়ে তোলার কথা ভাবা হচ্ছে ৷

AIBOC may choose the path of Farmer Agitation to protest Bank Privatisation
Bank Privatisation: ব্যাংকের বেসরকারিকরণ রুখতে কৃষক আন্দোলনের ধাঁচে প্রতিরোধের ভাবনা

By

Published : Jul 14, 2022, 1:22 PM IST

কলকাতা, 14 জুলাই:ব্য়াংক বেসরকারিকরণের বিরুদ্ধে জনমত গড়তে (Protest Against Bank Privatisation) পথে নামছে 'অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন' (All India Bank Officers' Confederation) বা এআইবিওসি (AIBOC) ৷ রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলি বেসরকারি মালিকানাধীন হয়ে গেলে সাধারণ গ্রাহকের কী কী সমস্যা হতে পারে, তা গ্রামে গ্রামে শিবির করে প্রচার করবে এই সংগঠন ৷ বৃহস্পতিবার থেকেই রাজ্যের 23টি জেলায় এই প্রচার শুরু হবে ৷ প্রয়োজনে কৃষক আন্দোলনের ধাঁচে অবস্থান বিক্ষোভেরও আয়োজন করা হতে পারে ৷

তাঁদের আন্দোলনের রূপরেখা সম্পর্কে আমজনতাকে ওয়াকিবহাল করতে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন এআইবিওসি-র প্রতিনিধিরা ৷ সংগঠনের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত জানিয়েছেন, 14 জুলাই থেকে শুরু হওয়া প্রচার কর্মসূচি চলবে আগামী 16 জুলাই পর্যন্ত ৷ সারা রাজ্যকে ছ'টি জোনে ভাগ করে প্রচার চালানো হবে ৷ এরপর কেন্দ্রীয় ভাবে আগামী 19 জুলাই কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করা হবে ৷ এই সমাবেশে সমাজের সমস্ত শ্রেণির মানুষকে একজোট করে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলির বেসরকারিকরণের বিরূদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে ৷ সব শেষে সংসদের বাদল অধিবেশন চলাকালীন 'দিল্লি চলো' অভিযান করা হবে ৷

আরও পড়ুন:Bank Workers on Privatisation : বেসরকারিকরণ রুখতে রাজনৈতিক দলগুলিকে সক্রিয় হওয়ার আবেদন ব্যাঙ্ক আধিকারিকদের

এই প্রসঙ্গে দেশের সাম্প্রতিক কৃষক আন্দোলনের (Farmer Agitation) কথা তুলে ধরেন সৌম্য দত্ত ৷ নিজেদের দাবি আদায়ের জন্য কৃষকরা যে ভাবে মাসের পর মাস দিল্লির বিভিন্ন সীমানায় অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন, প্রয়োজনে আগামী দিনে সেভাবেই আন্দোলনে নামবেন এআইবিওসি-এর সদস্যরা ৷ দিল্লির যন্তরমন্তরেও বিক্ষোভ দেখাতে পারেন তাঁরা ৷

রাষ্ট্রায়ত্ব ব্যাংকের বেসরকারিকরণ রুখতে পথে নামছে এআইবিওসি ৷

এআইবিওসি-এর অভিযোগ, পুঁজিপতিদের স্বার্থেই রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলি বেসরকারি হাতে তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ যে শিল্পপতিরা ঋণখেলাপি, তাঁদের হাতেই সংশ্লিষ্ট ব্যাংকগুলি তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৷ এআইবিওসি-এর বক্তব্য, গ্রামীণ ব্য়াংক, সমবায় ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলি বেসরকারি হাতে চলে গেলে কোটি কোটি মানুষের আমানতের সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়বে ৷ তাই এখন থেকেই এই বিষয়ে জোরদার আন্দোলন গড়ে তোলা উচিত বলে মনে করছে এআইবিওসি ৷

ABOUT THE AUTHOR

...view details