কলকাতা, 2 সেপ্টেম্বর: বেআইনিভাবে চাকরি পাওয়া প্রাথমিকের 269 জন শিক্ষাক-শিক্ষিকাকে বরখাস্ত করেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে গিয়েছিল ৷ এ দিন সেই মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট (Calcutta HC on TET Scam) ৷ কিন্তু, আদালত রায় দিলেও, যোগ্য প্রার্থীরা কবে চাকরি পাবেন ? সেই প্রশ্নের জবাব এখনও কেউ দিতে পারেনি ৷ সেই দাবি নিশ্চিত করতেই এখনও রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মেধাতালিকায় নাম থাকা প্রাথমিকের চাকরিপ্রার্থীরা (Primary TET Qualified Candidates) ৷
এদিন কলকাতা হাইকোর্টের রায়ের পর স্বভাবতই খুশি তাঁরা সকলে ৷ তবে, রায় পক্ষে গেলেও, যে ন্যায্য দাবি নিয়ে পথে নামা, তা কবে পাবেন টেট উত্তীর্ণ আন্দোলনকারী চাকরি প্রার্থীরা ৷ সেই প্রশ্নই তাঁদের সকলের মুখে ৷ তেমনি এক চাকরি প্রার্থী অতনু মাইতি জানান, ‘‘বিচার ব্যবস্থা যেমন চলছে চলুক ৷ কিন্তু, এত কিছুর পরেও আমারদের একটাই দাবি ৷ আমারা যেন চাকরি পাই ৷ সবাই আশ্বাস দিয়েছেন ৷ কিন্তু, যতদিন না হাতেকলমে আমরা চাকরি পাচ্ছি ৷ ততদিন এই ধর্না মঞ্চ থেকে আমরা উঠব না ৷’’