কলকাতা, 11 নভেম্বর : অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ত্যাগ নিয়ে ফের বিস্ফোরক তথাগত রায় ৷ তিনি সরাসরি এই নিয়ে কোনও বক্তব্য না জানালেও, একাধিক রিটুইট করে নিজের মত বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছেন ৷ যে টুইটগুলি তিনি রিটুইট করেছেন, সেখানে কোথাও বিজেপি নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কোথাও আবার সরাসরি তোপ দাগা হয়েছে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে ৷ যা নিয়ে ফের সরগরম বঙ্গ-বিজেপির অন্দরমহল ৷
আরও পড়ুন :Srabanti Chatterjee : মোহভঙ্গ, এবার বিজেপি ত্যাগ শ্রাবন্তীর
প্রসঙ্গত, এদিন গোটা ঘটনার সূত্রপাত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি টুইট ঘিরে ৷ যে টুইটে তিনি বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন ৷ আর তার পরই হইচই পড়ে ৷ শ্রাবন্তী যেহেতু গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন, তাই তাঁর এই সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগা শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ৷
সেই সমালোচনা মূলক টুইটগুলিকে হাতিয়ার করেই ফের ময়দানে নামেন বঙ্গ-বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ভোট চলাকালীন বিজেপির তারকা প্রার্থীরা দোল উৎসবে মেতেছিলেন তৃণমূলের মদন মিত্রর সঙ্গে ৷ তখনও তথাগত রায় ওই তারকাদের ‘নগরের নটী’ বলে কটাক্ষ করেছিলেন ৷ পরবর্তীকালেও তারকাদের প্রার্থী করা নিয়ে বারবার কটাক্ষ করেছেন তথাগত রায় ৷ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অশ্লীল আক্রমণও করেন ৷