পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Srabanti-Tathagata : শ্রাবন্তী বিজেপি ছাড়তেই নেতৃত্বের বিরুদ্ধে ফের বিস্ফোরক তথাগত - BJP

বিজেপি ছাড়ার ঘোষণা করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ তারপর এই ইস্যুতে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ফের তোপ দাগলেন তথাগত রায় ৷

after srabanti chatterjee left bjp tathagata roy again attack party leadership
Srabanti-Tathagata : শ্রাবন্তী বিজেপি ছাড়তেই নেতৃত্বের বিরুদ্ধে ফের বিস্ফোরক তথাগত

By

Published : Nov 11, 2021, 2:54 PM IST

কলকাতা, 11 নভেম্বর : অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ত্যাগ নিয়ে ফের বিস্ফোরক তথাগত রায় ৷ তিনি সরাসরি এই নিয়ে কোনও বক্তব্য না জানালেও, একাধিক রিটুইট করে নিজের মত বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছেন ৷ যে টুইটগুলি তিনি রিটুইট করেছেন, সেখানে কোথাও বিজেপি নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কোথাও আবার সরাসরি তোপ দাগা হয়েছে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে ৷ যা নিয়ে ফের সরগরম বঙ্গ-বিজেপির অন্দরমহল ৷

আরও পড়ুন :Srabanti Chatterjee : মোহভঙ্গ, এবার বিজেপি ত্যাগ শ্রাবন্তীর

প্রসঙ্গত, এদিন গোটা ঘটনার সূত্রপাত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি টুইট ঘিরে ৷ যে টুইটে তিনি বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন ৷ আর তার পরই হইচই পড়ে ৷ শ্রাবন্তী যেহেতু গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন, তাই তাঁর এই সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগা শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ৷

সেই সমালোচনা মূলক টুইটগুলিকে হাতিয়ার করেই ফের ময়দানে নামেন বঙ্গ-বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ভোট চলাকালীন বিজেপির তারকা প্রার্থীরা দোল উৎসবে মেতেছিলেন তৃণমূলের মদন মিত্রর সঙ্গে ৷ তখনও তথাগত রায় ওই তারকাদের ‘নগরের নটী’ বলে কটাক্ষ করেছিলেন ৷ পরবর্তীকালেও তারকাদের প্রার্থী করা নিয়ে বারবার কটাক্ষ করেছেন তথাগত রায় ৷ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অশ্লীল আক্রমণও করেন ৷

আরও পড়ুন :BJP : কলকাতা-হাওড়ার ভোটে মেয়র-পদপ্রার্থী ঘোষণা করবে না বিজেপি

বৃহস্পতিবার সেই বক্তব্যই আবার তুলে ধরতে দেখা যায় তাঁকে ৷ আবার নিচুতলার কর্মীদের এবার গুরুত্ব দেওয়া উচিত বলে একটি টুইট রিটুইট করে তিনি বুঝিয়ে দেন যে তিনিও ওই মতের শরিক ৷

যদিও শ্রাবন্তীর ঘোষণার আগেই একদফা নেতৃত্বকে আক্রমণ করেছিলেন এই বিজেপি নেতা ৷ সেখানে তিনি লেখেন, ‘‘তৃণমূলের এক অগ্রগণ্য ল্যাম্পপোস্ট বলেছেন, “এ রাজ্যে বিজেপি কোনো প্রতিপক্ষই নয় । কেন এমন অবস্থা হল তা নিয়ে বিশ্লেষণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ, এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি দুদিনের চিন্তন বৈঠক দরকার । এটি বিজেপির পরম্পরারই অন্তর্গত । গতানুগতিক মিটিং-মিছিল-বনধ করলে হবে না ৷’’

আরও পড়ুন :BJP leader expelled : নারদ-প্রসঙ্গ টেনে শুভেন্দুকে খোঁচা, বহিষ্কৃত হাওড়ার বিজেপি নেতা

ABOUT THE AUTHOR

...view details