পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"ক্ষমতা ধরে রাখার জন্য আর কত নোংরা খেলা খেলবেন ?" মমতাকে প্রশ্ন অধীরের

ছত্রধর মাহাতো ও কিষেণজির প্রসঙ্গ টেনে অধীর চৌধুরি বলেন, "ক্ষমতায় আসতে সাহায্য নিয়েছিলেন কিষেণজির । ক্ষমতা পেতেই হত্যা করা হল তাঁকে ! "

Adhir Chowdhury mocked CM Mamata Banerjee
Adhir Chowdhury mocked CM Mamata Banerjee

By

Published : Oct 22, 2020, 2:23 PM IST

কলকাতা, 22 অক্টোবর : পাহাড়ের ক্ষমতা দখল করার জন্য ফের একবার নিচে নামলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি । ছত্রধর মাহাতো ও কিষেণজির প্রসঙ্গ টেনে অধীর বলেন, "ক্ষমতায় আসতে সাহায্য নিয়েছিলেন কিষেণজির । ক্ষমতা পেতেই হত্যা করা হল তাঁকে ! আর কত নিচে নামবেন মুখ্যমন্ত্রী ৷ এবার জবাব চাইবে বাংলার জনগণ ।"

গুরুং প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন অধীরের ৷

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন বিমল গুরুং । তাঁর হদিস পাচ্ছিল না রাজ্যের পুলিশও । এই অবস্থায় সম্প্রতি সরাসরি কলকাতায় পা রেখে NDA থেকে সমর্থন প্রত্যাহার করে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করেন গুরুং । 2021-এর বিধানসভা নির্বাচনের আগে গুরুংয়ের এমন একশো আশি ডিগ্রি ভোলবদলের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল । অন্যদিকে, বিমল গুরুংয়ের ভোলবদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি ।

অধীরের প্রশ্ন, "আমরা জানতে চাই, তাহলে কি মুখ্যমন্ত্রী গোর্খাল্যান্ডকে সমর্থন করছেন ? বিমল গুরুংয়ের সঙ্গে রাজনৈতিক সমঝোতার কারণ কী ? যদি এই সমঝোতা পূর্বপরিকল্পিত হয় তাহলে গত তিন বছর কোথায় ছিলেন বিমল গুরুং ? তাহলে কি রাজ্য সরকার বিমল গুরুংয়ের উপর থেকে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছে ? এমন নোংরা খেলা আর কত খেলবেন মুখ্যমন্ত্রী ? তার মুখ বন্ধ কেন ? গোর্খাল্যান্ডের দাবিকে কি তিনি স্বীকৃতি দিচ্ছেন ?"

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অধীর চৌধুরির আরও কটাক্ষ, "জনসমর্থন যত হারাচ্ছেন ততই তিনি রাজনৈতিকভাবে উত্তেজিত হয়ে পড়ছেন ।"

ABOUT THE AUTHOR

...view details