কলকাতা, 19 জুন : পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) সঙ্গে জোট করায় কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হয়েছে ৷ শনিবার এই কথা জানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ এদিন কলকাতার বিধান ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন ৷
একই সঙ্গে তিনি জানিয়েছেন যে কংগ্রেস (Congress) এবারের বিধানসভা নির্বাচনে আইএসএফের সঙ্গে কোনও জোট করেনি ৷ জোট করেছিল শুধু সিপিএমের (CPIM) সঙ্গে ৷ তাঁর দাবি, সেই কারণে আইএসএফ মুর্শিদাবাদে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থীও দেয় ৷
আরও পড়ুন :Adhir Chowdhury : ভোটে হারের পর্যালোচনায় জেলা সভাপতিদের নিয়ে আজ বৈঠক অধীরের
উল্লেখ্য, 2016 সালে বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়াই করেছিল কংগ্রেস ৷ 2021 সালেও জোট করেই তারা ভোটের ময়দানে নামেন ৷ তবে এদিন অধীর চৌধুরী দাবি করেছেন যে, তাঁরা শুধু সিপিএমের সঙ্গে জোট করেছেন ৷ বামফ্রন্টের সঙ্গে নয় ৷ সিপিএমের সঙ্গে আসন সমঝোতা করেই তাঁরা এবার 92টি আসনে লড়াই করেছিলেন ৷
যদিও একটিও আসনে তাঁরা জিততে পারেননি ৷ অথচ কংগ্রেস 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত ছিল পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দল ৷ আর তাদের একজনও প্রতিনিধি নেই এবারের বিধানসভায় ৷ এমনকী, জোট সঙ্গী সিপিএম (CPIM) তথা বামেদেরও কোনও বিধায়ক নেই এবার ৷ জোটের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ তিনি আইএসএফের হয়ে ভোটে লড়াই করেছিলেন ৷
আরও পড়ুন :Adhir Chowdhury : আলোচনায় বাধা, পিএসির চেয়ারম্যান পদ ছাড়তে চান অধীর
তবে আইএসএফ নিয়ে ভোটের আগে থেকেই জোটের অন্দরে মতবিরোধ ছিল ৷ কংগ্রেস কার্যত দু’ভাগ হয়ে যায় জোটে আইএসএফকে রাখা নিয়ে ৷ শেষ পর্যন্ত জোটে জায়গা হয় আব্বাস সিদ্দিকীর দলের ৷ কিন্তু ব্রিগেডের মঞ্চে জোটের ফাটলের ছবি ভোটের আগেই স্পষ্ট হয়েছিল ৷ যা এদিন আরও একবার শোনা গেল অধীর চৌধুরীর মুখে ৷
কিন্তু এখন প্রশ্ন হল, তা হলে সিপিএমের সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসবে কি কংগ্রেস ? তবে এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি বহরমপুরের সাংসদ ৷ তিনি শুধু জানিয়েছেন যে জোট একই অবস্থায় রয়েছে ৷ জোটের ভবিষ্যৎ কী হবে, তা পরে নির্ধারণ করা হবে ৷
আরও পড়ুন :Adhir Chowdhury : দলবদল বাংলার রাজনীতির নতুন পরিচয়, মন্তব্য অধীরের