পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাংলা মমতাকেই চায়, তৃণমূলে যোগ দিয়েই স্লোগান সায়ন্তিকার - বাংলা মমতাকেই চায়

বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায় ৷ বললেন, ‘‘বাংলা নিজের মেয়েকেই চায় ৷ বাংলা মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেই চায় ৷’’

west bengal assembly election 2021_actress sayantika banerjee joined tmc
বাংলা মমতাকেই চায়, তৃণমূলে যোগ দিয়েই স্লোগান সায়ন্তিকার

By

Published : Mar 3, 2021, 1:34 PM IST

কলকাতা, 3 মার্চ :বাংলা নিজের মেয়েকেই চায় ৷ বাংলা মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেই চায় ৷ তৃণমূল কংগ্রেসে যোগদান করেই এই স্লোগান তুললেন টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বুধবার তৃণমূল ভবনে এসে শাসকশিবিরে নাম লেখান সায়ন্তিকা ৷ তাঁর হাতে দলের পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্য়ায়, সুব্রত মুখোপাধ্যায় ও ব্রাত্য বসু-রা ৷

পার্থ জানান, বিভাজনের বিরুদ্ধে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লড়াইকে আরও পোক্ত করতেই সমাজের নানা শ্রেণির স্বনামধন্যরা তৃণমূলে যোগ দিচ্ছেন ৷ এদিন সেই তালিকায় যোগ হয় সায়ন্তিকার নামও ৷

আরও পড়ুন :মমতাই জিতবেন, তৃণমূলে যোগ দিয়েই আত্মবিশ্বাসী মন্তব্য দীপঙ্কর দে-র

আর দলে যোগ দিয়েই রাজনৈতিক নেত্রীদের মতো মাইক হাতে তুলে নিজের অবস্থান স্পষ্ট করে দেন সায়ন্তিকা ৷ তাঁর মতে, বাংলার মানুষের নিজের পছন্দ প্রকাশ্য়ে আনার এটাই আদর্শ সময় ৷ ঠিক যেমনটা এদিন তিনি নিজে করলেন ৷ নিজের রাজনৈতিক অবস্থান ও মতামতকে সর্বসমক্ষে স্পষ্ট করতেই তাঁর এই পদক্ষেপ বলে বার্তা সায়ন্তিকার ৷

ABOUT THE AUTHOR

...view details