কলকাতা, 22 জানুয়ারি : রাজ্য রাজনীতিতে ফের চর্চায় অভিনেতা রুদ্রনীল ঘোষ৷ সম্প্রতি তাঁর সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ৷ তার পর থেকেই তাঁর বিজেপি যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ৷
সেই আলোচনায় ইন্ধন জুগিয়েছেন খোদ অভিনেতা ৷ ইটিভি ভারতের কাছে তিনি শুভেন্দু অধিকারীর হয়ে সওয়াল করেছেন ৷ বিজেপিতে যোগদান করার পর শুভেন্দু যা বলছেন, সেই বিষয়ে যে তাঁর সমর্থন রয়েছে সেই কথাও তিনি জানিয়েছেন৷ তাঁর কথায়, শুভেন্দু অধিকারীর তোলা প্রশ্নগুলি, যে কথাগুলি তিনি (শুভেন্দু) বলছেন সেগুলি অমূলক নয়৷
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন ইশুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন শুভেন্দু অধিকারী৷ সমালোচনা করছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও৷ ফলে এটা বোঝাই যাচ্ছে যে ঘুরিয়ে সেগুলিকেই সমর্থন করলেন রুদ্রনীল৷