বিধাননগর, 2 সেপ্টেম্বর : কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Scam) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) জেরা শেষে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Home Minister Amit Shah) আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এখন একটাই কাজ বিধায়ক কেনাবেচা ৷ আর সরকার বদলানো ৷
কয়লা পাচার কাণ্ডে এই নিয়ে তিনবার ইডির জেরার মুখোমুখি হলেন অভিষেক ৷ এর আগে দু’বার তিনি দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে জেরার মুখোমুখি হয়েছিলেন ৷ আজ, শুক্রবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডির জেরার মুখোমুখি হন ৷ প্রায় সাড়ে 6 ঘণ্টা তাঁকে জেরা করা হয় ৷
তার পর বাইরে এসে তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ করেন ৷ সরাসরি নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘‘নিজের ছেলেকে দেশাত্মবোধ শেখাতে পারেন না । তিনি শুধু বিরোধীদের জনগণের রায়ে নির্বাচিত সরকার ভাঙতে পারেন ।’’
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাপ্পু বলে আখ্যা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তার কথায়, ‘‘ওঁরা অন্য একটি দলের নেতাকে পাপ্পু বলে । জোর গলায় বলছি, ভারতের সবচেয়ে বড় পাপ্পুর নাম অমিত শাহ । বিরোধীশূন্য, ফাঁকা মাঠে গোল দিতে চায় । মাঠে নামুন কত ক্ষমতা দেখি ।’’
তিনি আরও বলেন, ‘‘সেটিংয়ের তত্ত্ব যারা দিচ্ছে, তারা চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ফাঁকা মাঠে গোল করতে । সবাইকে ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে শূন্য করতে দিতে চান । খালি এটাই পারেন অমিত শাহ । তাঁর এখন দুটো কাজ, ছেলেকে জাতীয়তাবাদ শেখান । আর দিল্লির আইনশৃঙ্খলার উন্নতি করুন ।’’