কলকাতা, 8 ডিসেম্বর : কোরোনায় আক্রান্ত হয়েছিলেন আবদুল মান্নান । এখন তিনি সুস্থ । আগামীকাল থেকে তিনি নিয়মিত বিধানসভায় যাবেন। বলেন, ভগবানের ইচ্ছায় সুস্থ হয়েছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পরিণতি দেখার জন্য সুস্থই থাকবেন তিনি। যেভাবে বিরোধীদের ঘর ভেঙেছেন শাসক দলের নেত্রী তাঁর শেষ পরিণতিও দেখতে চান।
আপাতত দীর্ঘ অসুস্থতা এবং শারীরিক দুর্বলতা কাটিয়ে ফের রাজনীতিতে সক্রিয় হতে চলেছেন আবদুল মান্নান। বৃহস্পতিবার দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন তিনি । বামফ্রন্টের সঙ্গেও চলতি মাসে একপ্রস্থ আলোচনা করবেন। রাজ্যের বিভিন্ন বাজারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাবে প্রদেশ কংগ্রেসের কর্মীরা। সেখানে তিনি উপস্থিত থাকবেন । চলতি মাসেই একাধিক জনসভা করার কথা রয়েছে তাঁর। রাজ্যের বিভিন্ন জেলায় বামফ্রন্টের সঙ্গে যৌথভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি রয়েছে।
মমতার শেষ পরিণতি দেখার জন্য সুস্থই থাকবেন, কোরোনা মুক্তির পর বললেন আবদুল মান্নান - কোরোনা
মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পরিণতি দেখার জন্য সুস্থই থাকবেন তিনি। কোরোনা থেকে সুস্থ হয়ে উঠে আজ একথা বললেন আবদুল মান্নান ৷
আব্দুল মান্নান
আরও পড়ুন :শুভেন্দুর সঙ্গে এবার তৃণমূল সাংসদের ছবি; বললেন, "মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ"
তিনি বলেন," মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোণঠাসা করে রেখেছে আমাকে। বিরোধী দলনেতা হওয়ার পর বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছেন। সর্বোপরি দল ভেঙেছেন । আমি এর শেষ পরিণতি দেখব।"