কলকাতা, 16 জুন : কোরোনা পরিস্থিতি নিয়ে আবারও মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী । কিন্তু এবার বক্তব্য রাখার সুযোগ পাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর এনিয়ে ক্ষোভপ্রকাশ করে কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, “আসলে BJP হল বাঙালি বিরোধী এবং বাংলা বিদ্বেষী । “
BJP হল বাঙালি বিরোধী এবং বাংলা বিদ্বেষী : আবদুল মান্নান - abdul mannan
প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কংগ্রেস দলনেতা আবদুল মান্নান বলেন, “আসলে BJP হল বাঙালি বিরোধী এবং বাংলা বিদ্বেষী । “
তিনি বলেন, “রাজ্যে ক্রমাগত বেড়ে চলেছে কোরোনা সংক্রমণ । এই অবস্থায় কেন্দ্রীয় সাহায্য প্রয়োজন । রাজ্যের পক্ষে এই মহামারীর মোকাবিলা করা এককভাবে সম্ভব নয় । রাজ্যবাসীর স্বার্থে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোরোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা । কিন্তু এখানে পশ্চিমবঙ্গকে বলতে না দেওয়ার মূল কারণই হল বাংলাকে বঞ্চিত করার মানসিকতা রয়েছে কেন্দ্রীয় সরকারের । আমরা এর প্রতিবাদ অবশ্যই করব । BJP আসলে বাঙালি বিদ্বেষী । এর আগেও BJP নেতৃত্ব পশ্চিমবঙ্গ সম্পর্কে কটূক্তি করেছে। " এরপর শাসকদলকে আক্রমণ করে আবদুল মান্নান বলেন, "কোরোনা নিয়ন্ত্রণ নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী BJP-র প্রতি নরম । অমিত শাহের সঙ্গে দেখা করতে তিনি ওড়িশা চলে গেছিলেন । BJP-র বিরুদ্ধে কোনও প্রতিবাদ হলে সংসদে সুবোধ বালক হয়ে বসে থাকে তৃণমূলের সাংসদরা । মুখ্যমন্ত্রী কখনও নরেন্দ্র মোদিকে তোয়াজ করেন আবার নিজের স্বার্থ পূরণ না হলে বিরোধিতা করেন । আসলে BJP-র বি টিম হিসেবে তৃণমূলের পরিচয় স্পষ্ট । A টিম আর B টিমের লড়াই চলছে । আর এর কারণে বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে । কেন্দ্র গোড়া থেকেই বাঙালিদের সম্পর্কে কটু মন্তব্য করে । এখন ধীরে ধীরে BJP-র আসল রূপ বেরিয়ে যাচ্ছে ।"