পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ক্ষমতা হারানোর আতঙ্কে পিসি -ভাইপো আজ দিশেহারা : মান্নান - ক্ষমতা হারানোর আতঙ্কে পিসি ভাইপো আজ দিশেহারা

শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক বিজেপিতে যোগ দেন কয়েকদিন আগে ৷ এই বিষয়ে তিনি বলেন, "যে আগুন দিয়ে পুড়িয়ে অন্য দলকে শেষ করতে চেয়েছিলেন এখন আপনার দল সেই আগুনেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এখন কেঁদে কি হবে দিদি? ধর্মের কল বাতাসে নড়ে।"

abdul mannan
আব্দুল মান্নান

By

Published : Dec 30, 2020, 10:26 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর : ক্ষমতা হারানোর আতঙ্কে পিসি-ভাইপো আজ দিশেহারা । আজ এই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন আবদুল মান্নান । তৃণমূল কংগ্রেস থেকে বিধায়ক এবং মন্ত্রীরা যেভাবে বেরিয়ে যাচ্ছে তা নিয়ে কটাক্ষ করেন তিনি। বলেন,"শীতকালে এরাজ্যে সার্কাস আসত । এখন তৃণমূল কংগ্রেসের সার্কাস দেখতে রাজ্যের মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছে ৷"

তিনি আরও বলেন,"এরাজ্যের কিছু রাজনৈতিক নেতা, যাঁদের মধ্যে বেশিরভাগই নিজের স্বার্থসিদ্ধির জন্য নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে একাধিকবার দলবদল করেছেন তাঁরাই এখন দলত্যাগীদের বিশ্বাসঘাতক, বেইমান, লোভী, মীরজাফর ইত্যাদি আখ্যা দিয়ে নানাভাবে কটূক্তি করছেন। কোরোনা রোগের ভয়াবহতার কারণে এবারে সার্কাস প্রদর্শন বন্ধ রয়েছে। তাতে কোনও অসুবিধা নেই। কারণ জোকার রাজনৈতিক নেতাদের আচরণ দেখে সাধারণ মানুষ বিনা খরচে সার্কাস দেখার আনন্দ উপভোগ করছেন ৷"

আরও পড়ুন :শান্তিকুঞ্জে শিশির অধিকারীর সঙ্গে "সৌজন্য" সাক্ষাৎ বিজেপি সাংসদের

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর প্রশ্ন, "এতদিন আপনি যাঁদের দলত্যাগ করিয়ে নিজের দলে বিভিন্ন পদে অধিষ্ঠিত করেছেন তাঁরা কোন বাগানের টাটকা ফল ছিলেন? আপনার বিবেক তখন কোথায় ছিল? কংগ্রেসের টিকিটে জেতা বিধায়কদের দলত্যাগ করিয়ে কলকাতা কর্পোরেশনের নিজের দলের কাউন্সিলার হিসেবে মেয়র পদে বসানোর সময় আপনার বিবেক কোথায় ছিল ? আপনার অশেষ ক্ষমতা, বিধানসভায় কংগ্রেসের বিধায়ক, আবার কলকাতা কর্পোরেশনের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। আপনার অনুপ্রেরণায় যেসব অন্য দলের বিধায়ক দলত্যাগ করে আপনার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে তারা কেউ পদত্যাগ পর্যন্ত করেনি।" শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক বিজেপিতে যোগ দেন কয়েকদিন আগে ৷ এই বিষয়ে তিনি বলেন, "যে আগুন দিয়ে পুড়িয়ে অন্য দলকে শেষ করতে চেয়েছিলেন এখন আপনার দল সেই আগুনেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এখন কেঁদে কি হবে দিদি? ধর্মের কল বাতাসে নড়ে।"

ABOUT THE AUTHOR

...view details