কলকাতা, 23 এপ্রিল: একাধিকবার সচেতনতার বার্তা দেওয়া হলেও প্রকাশ্যে থুতু ফেলার প্রবণতা কমেনি। এরপরই প্রকাশ্যে থুথু ফেললে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ। আজ সারাদিনে প্রকাশ্যে থুতু ফেলার অপরাধে 36 জনকে গ্রেপ্তার করা হয়েছে।অন্যদিকে, মাস্ক না পরে রাস্তায় বেরোনোয় গ্রেপ্তার করা হয়েছে 121 জনকে। এবং লকডাউন না মানার কারণে গ্রেপ্তার করা হয় 590 জনকে।
স্বাস্থ্যমন্ত্রক প্রকাশ্যে থুতু ফেলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বারবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তাঘাটে থুতু ফেলতে নিষেধ করেছেন। যে কারণে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, চিবিয়ে খাওয়া হয়, যেমন তামাক, পানমশলা কিংবা সুপুরি মুখে দিলে অতিরিক্ত লালারসের জন্ম দেয়। একই কথা খৈনির ক্ষেত্রেও প্রযোজ্য। এইগুলি গ্রহণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে। থুতু ফেলার প্রবণতা না কমলে আরও দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্র।