দমদম, 21 জুন : দমদমে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিল 319 তৃণমূল কর্মী-সমর্থক ।
দমদমে BJP-তে যোগ 319 তৃণমূল কর্মী-সমর্থকের - kolkata
দলের গোষ্ঠীকোন্দলকেই দায়ি করেছেন BJP-তে যোগদানকারী তৃণমূলের কর্মী-সমর্থকরা ।
দমদমে BJP-তে যোগ 319 তৃণমূল কর্মী
লোকসভা নির্বাচনে BJP রাজ্যে ভালো ফল করার পর থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূলসহ অন্যান্য দলের কর্মী-সমর্থক, নেতা ও বিধায়করা BJP-তে যোগ দিতে শুরু করেন । আজ দমদমের শুভশ্রী হলে BJP-র রাজ্য সম্পাদক অমিতাভ রায় তৃণমূল কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন । BJP-র পতাকা হাতে নিয়েই তাঁরা "জয়শ্রীরাম" ধ্বনি তোলেন । তাঁদের বক্তব্য, মূলত তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই তাঁরা BJP-তে যোগ দিয়েছেন ।
Last Updated : Jun 21, 2019, 9:43 PM IST