কলকাতা, 30 মার্চ: রাজ্যে আরও তিন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল । এর জেরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 21 । গতরাতে 59 বছর বয়সি এক ব্যক্তির দেহে সংক্রমণের খোঁজ মেলে ৷ তিনি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷
রবিবার সকালে 52 ও 66 বছর বয়সি দুই ব্যক্তির শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছিল । এরপর রাতে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে 59 বছর বয়সি আর এক আক্রান্তের খোঁজ মেলে । আক্রান্ত ওই ব্যক্তি হুগলির বাসিন্দা এবং বেসরকারি সংস্থায় কর্মরত । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, জ্বর এবং সর্দি-কাশির সমস্যা থাকায় শনিবার ওই ব্যক্তিকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল । 16 মার্চ থেকে তিনি জ্বরে আক্রান্ত । সঙ্গে সামান্য শ্বাসকষ্টও ছিল । 22 মার্চ থেকে সমস্যা বাড়তে থাকায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । আক্রান্ত ব্যক্তির ডায়াবেটিস এবং হাইপারটেনশনের সমস্যাও রয়েছে বলে জানা গিয়েছে । বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস না থাকলেও 16 মার্চের আগে তিনি দুর্গাপুরে গিয়েছিলেন বলে জানা গিয়েছে । শ্বাসকষ্টের সমস্যা থাকায় ICCU-তে তাঁর চিকিৎসা চলছে ।
এর আগে গতকাল যে দুই ব্যক্তির রিপোর্টে COVID-19 পজ়িটিভ পাওয়া গিয়েছিল, তাঁদের মধ্যে একজন চিকিৎসক । 52 বছর বয়সি এই চিকিৎসক আলিপুরের কমান্ড হাসপাতালে কর্মরত । তিনি বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন । কলকাতার বাসিন্দা ওই চিকিৎসক 17 মার্চ দিল্লি থেকে ফিরেছিলেন । 24 মার্চ থেকে জ্বরে ভুগছিলেন । 28 মার্চ থেকে তাঁর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় । তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে রবিবার COVID-19 পজ়িটিভ পাওয়া যায় । দিল্লি থেকে ফিরে এই চিকিৎসক হাসপাতালে ডিউটি করায় তাঁর সংস্পর্শে কারা কারা এসেছেন, সেই বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে স্বাস্থ্য দপ্তর ।
এদিকে 66 বছর বয়সি অন্য এক আক্রান্ত লেকটাউনের এক নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন । তিনি বরাহনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে । জ্বর থাকায় গত 26 মার্চ তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । সম্প্রতি তাঁর ভাই মধ্যপ্রদেশ থেকে ফিরেছিলেন বলে জানা গিয়েছে । তাঁদের সংস্পর্শে কারা এসেছিলেন, তা খতিয়ে দেখছে স্বাস্থ্যদপ্তর । শনিবার রাতে উত্তরবঙ্গে যে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল, তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । রবিবার সকাল থেকেই আক্রান্তের বিষয়ে খোঁজখবর শুরু করেছে স্বাস্থ্য দপ্তর । তিনি সম্প্রতি পরিবারের এক সদস্যের চিকিৎসার করাতে চেন্নাই গিয়েছিলেন বলে জানা গিয়েছে ।
রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়,আক্রান্ত তিনজনেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল । নমুনা পরীক্ষার রিপোর্টে এই তিনজনই COVID-19 পজ়িটিভ পাওয়া গিয়েছে । রবিবার পর্যন্ত COVID-19-র সংক্রমণ সন্দেহে 457 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । এর মধ্যে 417 জনের নমুনার রিপোর্টে নেগেটিভ এসেছে । আরও 20টি নমুনার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে । রাজ্যের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 171 জন ভরতি রয়েছেন । হোম আইসোলেশন রয়েছেন 44,837 জন ।