কলকাতা, 17 জুলাই: গান হল মনের ভাব প্রকাশের অনন্য এক মাধ্যম । মনের বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ পায় এই গানের সুর তালের মাধ্যমে । আর সেরকমই এক প্রতিষ্ঠান হল শ্রুতিনন্দন(Shrutinandan) । পণ্ডিত অজয় চক্রবর্তী ও তাঁর স্ত্রীর হাত ধরে গড়ে ওঠে এই সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান(Pandit Ajoy Chakrabarty's Music Academy) । শনিবার শ্রুতিনন্দন পূর্ণ করল 25 বছর ।
দীর্ঘ 25 বছর ধরে একের পর এক এক শিশুশিল্পীদের সঙ্গীতের মাধ্যমে গড়ে তোলার নামই শ্রুতিনন্দন । পণ্ডিত অজয় চক্রবর্তীর তালিমে সঙ্গীতের চর্চা করে বহু শিশুশিল্পীরা । 25 বছর পূর্তিতে রয়েছে তাদের বিভিন্ন চমক । তার মধ্যে একটি ছিল বাংলা গানের আসর । যা শনিবার সন্ধ্যায় রবীন্দ্র সদনে সঙ্গীত চর্চার মাধ্যমে পালিত হয় । এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, সুরকার অনাঞ্জন চক্রবর্তী, গায়ক স্নিগ্ধদেব সেনগুপ্ত ও ভায়োলিন ব্রাদার্স ।