কলকাতা, 25 ফেব্রুয়ারি: কোচবিহার এবং বীরভূম থেকে ওপিয়াম পাঠানো হয়েছিল কলকাতায় । উদ্দেশ্য ছিল মাদক কারবারীদের হাতে তুলে দেওয়া । সন্দেহ করা হচ্ছে ওই ওপিয়াম থেকে তৈরি করা হত ব্রাউন সুগার এবং হেরোইন । কিন্তু সফল হল না পাচারকারীরা । উদ্ধার করা হল কোটি টাকার ওপিয়াম । গ্রেপ্তার করা হল দু'জনকে।
কলকাতায় কোটি টাকার ওপিয়াম পাচার করতে এসে গ্রেপ্তার 2 - ওপিয়াম পাচার
উদ্ধার করা হল কোটি টাকার ওপিয়াম । গ্রেপ্তার দুই । কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের কাছে খবর ছিল কলকাতায় ঢুকবে মাদক । সেইমতো ফাঁদ পাতা হয় । নারকেলডাঙ্গা থানা এলাকায় দুই সন্দেহভাজনকে আটক করা হয় ।
গোপন সূত্রের কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের কাছে খবর ছিল কলকাতায় ঢুকবে মাদক । সেইমতো ফাঁদ পাতা হয় । নারকেলডাঙ্গা থানা এলাকায় আটক করা হয় দুই সন্দেহভাজনকে । তাদের নাম পাপন সরকার এবং তপনকুমার দত্ত । কুড়ি বছরের পাপন বীরভূমের দুবরাজপুর থানা এলাকার বাসিন্দা । 51 বছরের তপন কোচবিহারের শিলবাড়িহাট এলাকার বাসিন্দা । তাদের কাছে তল্লাশি চালাতে উদ্ধার হয় 12 কেজি 160 গ্রাম উন্নত মানের ওপিয়াম । পুলিশের দাবি ওই মাদকের বাজার দর এক কোটি টাকা ।
ওপিয়ামের উৎপত্তি পোস্ত থেকে । পোস্ত গাছের ফলের আঠাই হল ওপিয়াম । যা থেকে তৈরি হয় হেরোইন, ব্রাউন সুগারের মত মাদক । কলকাতায় ওই ওপিয়াম পাচার নিয়ে কিছুটা হলেও চিন্তায় গোয়েন্দারা । কারণ এই ওপিয়ামের সঙ্গে বেশ কিছু রাসায়নিক মিশিয়ে তৈরি করা হয় হেরোইন । তার জন্য লাগে ছোটখাটো ল্যাব । তবে কি কলকাতাতেও গজিয়ে উঠেছে হেরোইন তৈরীর ল্যাব? আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ ।