পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Municipal Corporation: কলকাতা পৌরনিগমে কাস্তের অভাবে সমস্যায় 100 দিনের কর্মীরা

কাস্তের অভাবে ঘাস ও আগাছা ছাঁটার কাজ করা যাচ্ছে না ৷ এমনই অভিযোগ করলেন কলকাতা পৌরনিগমের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (Councillor) দেবিকা ভট্টাচার্য । কলকাতা পৌরনিগমের (KMC) সেন্ট্রাল স্টোরে কাস্তে নেই ৷ মেয়র (Mayor Firhad Hakim) জানান, টেন্ডার ডেকে শীঘ্রই কাস্তের বরাত দেওয়া হবে ৷

Kolkata Municipal Corporation
Kolkata Municipal Corporation

By

Published : Sep 1, 2022, 10:56 AM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: কাস্তে-হাতুড়িকে নির্বাচনে 'উড়িয়ে দিয়ে' কলকাতার পৌরবোর্ডের মসনদে বসেছে তৃণমূল । আর সেই কাস্তের ওভাবেই কি না সমস্যার মুখে পৌরকর্মীরা ! ঘাস ও আগাছা ছাঁটার কাজে গুরুত্বপূর্ণ কাস্তে । তারই তাই করা যাচ্ছে না সেই কাজ ।

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) সেন্ট্রাল স্টোরে 100 দিনের কর্মীদের দেওয়ার মতো কাস্তে নেই । এমনকী দরপত্র ডেকেও সাড়া মেলেনি, এমনই দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) । তবে শুধু কাস্তে নয়, কোদাল, বেলচা, নেট-সহ নানা প্রয়োজনীয় সামগ্রী ঠিকমতো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবিকা ভট্টাচার্য । এই সমস্যার সমাধানের কথা জানিয়েছেন মেয়র । এছাড়াও 100 দিনের কর্মীদের প্রত্যেককে রেনকোট ও জ্যাকেট দেওয়ার কথাও বলেন তিনি ।

সমস্যা গুরুতর হলেও অভিযোগ শুনেই শাসক-বিরোধী উভয় পক্ষের কাউন্সিলরদের মুখেই মুচকি হাসি । শাসক কাউন্সিলরদের অনেকেই মুচকি হেসে বলেন, "সিপিএমকে বরাত দিলেই পারে ।" বিষয়টি খুশি মনে নিয়েছে বামেরাও । তাদের পক্ষ থেকে বলা হয়েছে, "তৃণমূল বুঝুক কাস্তের প্রয়োজনীয়তা ।"

আরও পড়ুন:হোটেল, রেস্তোরাঁকে দেওয়া জলের গুণমান যাচাই করবে কেএমসি

দেবিকা ভট্টাচার্য অভিযোগ করেন, "100 দিনের কর্মীদের ওয়ার্ড-ভিত্তিক কাজের জন্য নানা সামগ্রী দেওয়া হয় । কিন্তু কোদাল, বেলচা, টুপি, কাঁটারি কাস্তে, গ্লাভস, ঝাঁটা, নেট, তিন চাকার ভ্যান-সহ নানা প্রয়োজনীয় জিনিস যথাযথভাবে পাওয়া যাচ্ছে না । ফলে 100 দিনের কাজে সমস্যা তৈরি হচ্ছে ।" যার উত্তরে মেয়র বলেন, "নেট, তিন চাকার ভ্যান, গ্লাভস, ঝাড়ু- এগুলি পুরনো সব সেন্ট্রাল স্টোরে রয়েছে । ব্যরো আধিকারিকদের সঙ্গে কথা বলে সেগুলির ব্যবস্থা করুন । কিন্তু কাস্তে পাওয়া যাচ্ছে না । টেন্ডার ডাকা হয়েছিল । কিন্তু সাড়া মেলেনি । ফের টেন্ডার ডাকা হবে । তবে কোদাল, বেলচা এসব জঞ্জাল সাফাই বিভাগের মাধ্যমে পাওয়া যাবে ।"

ABOUT THE AUTHOR

...view details