পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অস্ত্রোপচারে প্রৌঢ়ার তলপেট থেকে বেরোল ১০ কেজির বিশাল টিউমার - Oparation

এই প্রৌঢ়া রোগী মুর্শিদাবাদের বাসিন্দা। হাসপাতালে এই প্রৌঢ়ার পরীক্ষা-নিরীক্ষায় তাঁর তলপেটে বড় আকারের টিউমার ধরা পড়ে। কোভিড-19-এর এই অতিমারি পরিস্থিতির মধ্যে এই প্রৌঢ়ার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এর জন্য অস্ত্রোপচার পিছিয়ে দিতে হয় বলে হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান, চিকিৎসক সৌমেন দাস জানিয়েছেন। এর পরে গত পাঁচ জানুয়ারি এই প্রৌঢ়ার পেটে অস্ত্রোপচার করা হয়। এই অস্ত্রোপচারে এই রোগীর তলপেট থেকে বের করা হয় হয় বিশাল আকারের গোটা টিউমারটি।

10 kgs tumer oparated from body of a lady
অস্ত্রোপচারে প্রৌঢ়ার তলপেট থেকে বেরোল ১০ কেজির বিশাল টিউমার

By

Published : Jan 13, 2021, 7:39 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : দীর্ঘদিন ধরে ক্রমে ফুলে উঠছিল পেট। এর সঙ্গে বেড়ে চলেছিল অসহ্য ব‍্যথা। এদিকে, চিকিৎসা কোরানো সত্ত্বেও সমস্যা থেকেই গিয়েছিল। অবশেষে, কলকাতার এক হাসপাতালে 62 বছর বয়সি এই প্রৌঢ়া রোগীর পেটে অস্ত্রোপচারের কথা বলেন চিকিৎসকরা। এদিকে, এই অবস্থায় অস্ত্রোপচারে বাধ সাধল ফুসফুসের সংক্রমণ। শেষ পর্যন্ত, এই সংক্রমণ থেকে মুক্তির পর অস্ত্রোপচার করে, এই প্রৌঢ়ার তলপেট থেকে থেকে বের করা হল 10 কেজিরও বেশি ওজনের এক বিশাল টিউমার।

এই প্রৌঢ়া রোগী মুর্শিদাবাদের বাসিন্দা। দরিদ্র পরিবারের এই প্রৌঢ়ার পেট দীর্ঘ দিন ধরে ক্রমে ফুলে উঠছিল। এর সঙ্গে অসহ্য ব‍্যাথাও বেড়ে চলেছিল তাঁর। এই ধরনের সমস‍্যার জন‍্য চিকিৎসা করেও তিনি ফল পাচ্ছিলেন না বলে জানিয়েছেন কলকাতার ওই হাসপাতালের চিকিৎসকরা। কলকাতার এই বেসরকারি হাসপাতালটি নয়াবাদে অবস্থিত। এই হাসপাতালে এই প্রৌঢ়ার পরীক্ষা-নিরীক্ষায় তাঁর তলপেটে বড় আকারের টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচার করে এই টিউমারটি বের করার সিদ্ধান্ত নেন এই হাসপাতালের চিকিৎসকরা। এই হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান, চিকিৎসক সৌমেন দাস বলেন, "অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার পরে, কোভিড-19-এর এই অতিমারি পরিস্থিতির মধ্যে এই প্রৌঢ়ার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এর জন্য অস্ত্রোপচার পিছিয়ে দিতে হয়।"

আরও পড়ুন :গলসিতে রাস্তা আটকে বিক্ষোভ মন্ত্রীর, আটকে পড়ল ভ্যাকসিনের গাড়ি

এদিকে, এই ধরনের পরিস্থিতির মধ্যে এই প্রৌঢ়ার ফুসফুসের সংক্রমণ সারিয়ে তোলার চেষ্টা চলতে থাকে। একসময় তিনি সংক্রমণ-মুক্ত হন। এর পরে গত পাঁচ জানুয়ারি এই প্রৌঢ়ার পেটে অস্ত্রোপচার করা হয়। এই অস্ত্রোপচারে এই রোগীর তলপেট থেকে বের করা হয় হয় বিশাল আকারের গোটা টিউমারটি। চিকিৎসক সৌমেন দাস বলেন, "গোটা টিউমারটি বের করা সম্ভব হয়েছে। ওজন করে দেখা গিয়েছে, বিশাল আকারের এই টিউমারটির ওজন 10 কেজির-ও বেশি।" তিনি জানিয়েছেন, এই রোগী এখন ভালো আছেন। আগামী কয়েক দিনের মধ্যেই এই প্রৌঢ়াকে এই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।

ABOUT THE AUTHOR

...view details