পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

T20 World Cup gambling : বিশ্বকাপের ম্যাচ চলাকালীন শহরে জুয়ার আসর, গ্রেফতার 1 - T20 World Cop

টি-20 বিশ্বকাপ চলাকালীন খাস কলকাতায় জুয়ার আসর । কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার আগাগোড়া তটস্থ থাকছে এই খবরে ৷ আশঙ্কামত লালবাজারের তরফে শহরের একাধিক ছোট-বড় হোটেলে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে আভ্যন্তরীন বিষয়ে নজর রাখতে।

T20 World Cup gambling
বিশ্বকাপের ম্যাচ চলাকালীন শহরে জুয়ার আসর থেকে গ্রেফতার 1

By

Published : Oct 29, 2021, 8:12 AM IST

কলকাতা, 29 অক্টোবর : টি-20 ক্রিকেটের ভরা মরসুমে খাস কলকাতার বুকে জুয়ার রমরমা । বুধবার টি-20 বিশ্বকাপে নামিবিয়া বনাম স্কটল্যান্ডের ম্যাচ চলাকালীন হোটেল ভাড়া করে চলছিল দেদার জুয়া । ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা-দমন শাখার গোয়েন্দারা । ধৃতের নাম শাকির সামসি ।

টি-20 বিশ্বকাপ চলাকালীন খাস কলকাতায় জুয়ার আসর বসতে পারে । কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার আগাগোড়া তটস্থ ছিল এই খবরে ৷ আশঙ্কামত লালবাজারের তরফে শহরের একাধিক ছোট-বড় হোটেলে চিঠি দিয়ে জানানো হয় আভ্যন্তরীন বিষয়ে নজর রাখতে । পাশাপাশি কোনও সন্দেহজনক ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়ার নির্দেশ জারি করা হয় । পাশাপাশি জুয়াড়িদের উপর ক্রমাগত নজরদারি চালিয়েছে লালবাজারের গোয়েন্দারা ।

কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মুরলিধর শর্মা জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । জানা যায়, ময়দান থানা এলাকার এজেসি বোস রোডের একটি হোটেলে এই জুয়ার আসর চলছে । কিন্তু হোটেলে পুলিশি হানার আগাম খবর পেয়েই হোটেল ছাড়ে বাকি জুয়াড়িরা । তবে সংশ্লিষ্ট হোটেল থেকে একজনকে গ্রেফতার করতে সক্ষম হন কলকাতা পুলিশের গোয়েন্দারা ।

আরও পড়ুন : ফাইনালেও ভারত-পাক মহারণ চাইছেন সাকলিন

তাঁকে হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের নাম জানার চেষ্টা করছেন তদন্তকারীরা । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক বিদেশি ফোন নম্বর, 17টি মোবাইল ফোন, 6টি ল্যাপটপ, একাধিক সিমকার্ড-সহ বিভিন্ন সামগ্রী ।

ABOUT THE AUTHOR

...view details