কলকাতা, 29 অক্টোবর : টি-20 ক্রিকেটের ভরা মরসুমে খাস কলকাতার বুকে জুয়ার রমরমা । বুধবার টি-20 বিশ্বকাপে নামিবিয়া বনাম স্কটল্যান্ডের ম্যাচ চলাকালীন হোটেল ভাড়া করে চলছিল দেদার জুয়া । ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা-দমন শাখার গোয়েন্দারা । ধৃতের নাম শাকির সামসি ।
টি-20 বিশ্বকাপ চলাকালীন খাস কলকাতায় জুয়ার আসর বসতে পারে । কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার আগাগোড়া তটস্থ ছিল এই খবরে ৷ আশঙ্কামত লালবাজারের তরফে শহরের একাধিক ছোট-বড় হোটেলে চিঠি দিয়ে জানানো হয় আভ্যন্তরীন বিষয়ে নজর রাখতে । পাশাপাশি কোনও সন্দেহজনক ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়ার নির্দেশ জারি করা হয় । পাশাপাশি জুয়াড়িদের উপর ক্রমাগত নজরদারি চালিয়েছে লালবাজারের গোয়েন্দারা ।