উলুবেড়িয়া, 22 জুলাই : 21 জুলাইয়ের শহিদ সমাবেশে না যাওয়া গ্রামবাসীদের গালিগালাজ, প্রাণে মারার হুমকি স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ এছাড়াও মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয় ৷ হাওড়ার আমতার চন্দ্রপুর বোদকপাড়া গ্রামের ঘটনা ৷ গ্রামবাসীদের অভিযোগ, জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ ৷ যার জেরে আজ চন্দ্রপুরের বড় পোলের কাছে আমতা - রানিহাটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ৷
কেন একুশে জুলাইয়ে যায়নি? খুন ও ধর্ষণের হুমকি
21 জুলাইয়ের শহিদ সমাবেশে না যাওয়ায় গ্রামবাসীদের গালিগালজ, প্রাণে মারার হুমকি ৷ মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হয় । পুলিশকে জানানো হলেও পুলিশ পদক্ষেপ না করায় আজ সকালে গ্রামবাসীরা আমতা - রানিহাটি রাস্তা অবরোধ করে ।
গতকাল 21 জুলাইয়ের সমাবেশে যায়নি বোদকপাড়ার বাসিন্দারা৷ তাদের বক্তব্য, লোকসভা নির্বাচনে তারা ভোট দিতে পারেনি ৷ তাই মিছিলে যেতে চায়নি ৷ অভিযোগ, এই শুনে স্থানীয় শাসকদলের কর্মীরা হুমকি দেয়, যারা সমাবেশে যায়নি তাদের বাড়িতে ভাঙচুর চালানো হবে, প্রাণে মেরে ফেলা হবে ৷ মহিলাদের ধর্ষণ করা হবে ৷ তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল ৷ যাওয়ার সময় তারা শূন্যে গুলিও চালায় ৷ এরপর গতকালই পুলিশে অভিযোগ জানায় গ্রামবাসীরা ৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি ৷ তাই আজ সকালে গ্রামবাসীরা আমতা - রানিহাটি রাস্তা অবরোধ করে ৷ প্রায় দু'ঘণ্টা অবরোধ চলে ৷ পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় ৷ অভিযোগ, গ্রামবাসীরা অবরোধ তুলে নিলেও শাসকদলের লোকজন পিছন থেকে লাঠি, বোম, অস্ত্র নিয়ে হামলা চালায় ৷ পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়ে ৷ বিক্ষোভকারী গ্রামবাসীরা তখন বড় পোল থেকে মুক্তিচকের দিকে পালিয়ে যায় ৷ এরপর পুলিশ প্রশাসন উভয়পক্ষকেই তাড়া করে ৷
ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে ৷ বন্ধ রয়েছে দোকানপাট ৷ গোটা ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।