পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

খুলল বেলুড় মঠ, স্বাস্থ্যবিধি মেনে ভিড় ভক্তদের - lockdown

লকডাউন শিথিল হওয়ার পর আজ সকাল থেকে খুলল বেলুড় মঠের দরজা । আগতদের জন্য জারি করা হয়েছে নির্দেশিকা ।

Belur Math has opened from today
আজ থেকে খুলেছে বেলুড় মঠ

By

Published : Jun 15, 2020, 12:31 PM IST

হাওড়া, 15 জুন : দীর্ঘ লকডাউন এবং প্রতিক্ষার পর আজ থেকে খুলল বেলুড় মঠের দরজা । সকাল থেকেই শুরু হয়েছে তার প্রস্তুতি । আগত দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে আলাদা লাইন । ইতিমধ্যেই থার্মাল গান এবং স্যানিটাইজ়ার ব্যবহার করে চেকিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে ।

মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আরোপিত বিধিনিষেধ অনুযায়ী প্রত্যেক ভক্তকে মাস্ক পরতে হবে । মাস্ক ছাড়া কোনও ব্যক্তিকে মঠের মূল প্রবেশদ্বারের ভিতরে ঢোকার অনুমতি দেবেন না নিরাপত্তারক্ষীরা । পাশাপাশি 6 ফুট দূরত্বে চিহ্নিত স্থানে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । প্রবেশ পথেই স্যানিটাইজ়ার মেশিনের ব্যবস্থা করা হয়েছে ।

অন্যদিকে, মঠ খুলে রাখার সময়সীমা কমানো হয়েছে । একটি নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ন'টা থেকে বেলা 11টা এবং বিকাল চারটে থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত মঠের দরজা খোলা থাকবে ভক্তদের জন্য । তবে প্রবেশের সময় মূল প্রবেশদ্বারে থার্মাল গান দিয়ে প্রত্যেক ভক্তকে থার্মাল স্ক্যানিং করানো হবে । শারীরিক তাপমাত্রা 99 ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকলে তাঁদের প্রবেশের অনুমতি নেই ।

এছাড়া রয়েছে আরও নির্দেশিকা ৷ 60 বছরের বেশি ও 10 বছরের কম দর্শনার্থীদের আপাতত মঠে না আসার অনুরোধ জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে । দর্শনীয় স্থান স্বামী বিবেকানন্দের শয়ন কক্ষ এবং পুরানো মন্দিরে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি আপাতত নেই । তবে শ্রী রামকৃষ্ণ, শ্রী সারদা মা, স্বামী বিবেকানন্দ ও ব্রহ্মানন্দের মন্দির দর্শন করতে পারবেন আগত দর্শনার্থীরা । কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই সমস্ত মন্দিরগুলি প্রবেশের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পথ তৈরি করে দেওয়া হবে । শুধুমাত্র সেই পথ দিয়েই মন্দিরগুলির ভিতরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা ।

বেলুড় মঠের অন্যতম আকর্ষণ প্রসাদ বিতরণ পর্ব এখন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে । সেইসঙ্গে বন্ধ রাখা হয়েছে বেলুড় মঠের গঙ্গাঘাটে স্নান করা এবং গঙ্গায় নামাও । আর এই সমস্ত নির্দেশিকা মঠের ভিতর বিভিন্ন জায়গায় দেওয়া থাকবে ৷ অডিয়ো সিস্টেমের মাধ্যমেও তা বারবার বাজানো হবে মঠ প্রাঙ্গণে ।

ABOUT THE AUTHOR

...view details