হাওড়া, 2 ডিসেম্বর : আজ চা-পে-চর্চায় হাওড়ায় এসেছিলেন সায়ন্তন বসু ৷ সেখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের নতুন কর্মসূচি 'দুয়ারে সরকারের' কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "এই সরকার মরণকালে হরির নাম করছে । সরকারের শ্মশানে যাওয়ার সময় হয়েছে । তার আগে অন্নপ্রাশন করে কী লাভ?"
আজ একাধিক ইশু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন সায়ন্তন ৷ আমফান দুর্নীতি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী প্রতিটি প্রসঙ্গকে টেনে ক্রমাগত সরকারকে আক্রমণ করতে থাকেন তিনি ৷ তার মধ্যে উঠে আসে দুয়ারে সরকার কর্মসূচির প্রসঙ্গ ৷ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেন ," শেষের সময়ে তৃণমূল কর্মীরা যদি ঘরে ঘরে খবর নিতে যান তাহলে ল্যাম্প পোস্টে বেঁধে জনগণ তাঁদের পেটাবে ।" প্রশ্ন তোলেন, 2013 সালে রাজ্য বিধানসভায় একটি আইন পাশ হয় । তাতে বলা হয়েছিল 15 দিনের মধ্যে পরিষেবা পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তাহলে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । কতজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে?