হাওড়া, 18 এপ্রিল: কোরোনা সংক্রমণ রুখতে কলকাতা হাইকোর্টের পর এবার স্যানিটাইজ় করা হল হাওড়া ব্রিজকে । আজ হাওড়া সিটি পুলিশের তৎপরতায় ব্রিজের রেলিং, পিলারসহ রাস্তায় বিশেষ রাসায়নিক জীবাণুনাশক স্প্রে করা হয় । স্যানিটাইজ় করা হয়েছে ব্যারিকেডগুলিও ।
কোরোনা রুখতে স্যানিটাইজ় করা হল হাওড়া ব্রিজ
স্যানিটাইজ করা হল হাওড়া ব্রিজ । হাওড়া পুলিশের তৎপরতায় জীবাণুনাশক স্প্রে করা হল ব্রিজের রেলিং, পিলারসহ রাস্তায় ।
রাজ্যে একের পর এক কোরোনায় আক্রান্তের কথা জানা যাচ্ছে । কোরোনা সংক্রমণ প্রসঙ্গে গতকাল নবান্ন সূত্রে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানানো হয়েছে, হাওড়া জেলা রেড স্টার জোনে রয়েছে । মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ, কোরোনা সংক্রমণ ঠেকাতে হবে প্রাশাসনিক সহায়তায় । আগামী 14 দিনের মধ্যে হাওড়া জেলাকে অরেঞ্জ জোনে আসতে হবে ।
নির্দেশমতো প্রশাসনিক কড়াকড়ি শুরু হয়েছে সকাল থেকেই । হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং । অযথা রাস্তায় বেরনো মানুষকে গ্রেপ্তার করছে পুলিশ । লাঠিচার্জ করছে, কঠোর শাস্তি দিচ্ছে প্রশাসন । কর্তব্যরত পুলিশ কর্মীরা জানান, কোরোনা সংক্রমণ রুখতে হাওড়া ব্রিজকে প্রতিদিন স্যানিটাইজ করা হবে । কোরোনা মুক্ত করতে স্যানিটাইজ করা হবে ব্রিজের রাস্তা-সহ সংলগ্ন পথেও ।