হাওড়া, 27 অক্টোবর : হাওড়ায় নতুন করে আরও 23টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন ৷ যার পর হাওড়া জেলায় মোট মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা দাঁড়াল 37টি ৷ হাওড়া পৌরনিগম এলাকার বেশ কিছু ওয়ার্ড এর মধ্যে রয়েছে ৷ জেলা প্রশাসন সূত্রে খবর, সর্বাধিক মাইক্রো কনটেনমেন্ট জোন রয়েছে জগৎবল্লভপুর, সাঁকরাইল, আমতা 2নং ব্লক এবং আমতা 1নং ব্লকে ৷ জগৎবল্লভপুর ও আমতা 2নং ব্লকে 6টি করে 12টি মাইক্রো কনটেনমেন্ট জোন রয়েছে ৷ সাঁকরাইল ও শ্যামপুর 1নং ব্লকে 4টি করে মোট 8টি এবং বালির জগাছা, পাঁচলা এবং শ্যামপুর 2নং ব্লকে 1টি করে মোট 3টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে ৷
নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, মঙ্গলবার থেকে নতুন মাইক্রো কনটেনমেন্ট জোনগুলিতে বিধিনিষেধ লাগু করা হয়েছে ৷ আর সব মিলিয়ে হাওড়া মোট 37টি মাইক্রো কনটেনমেন্ট জোন করেছে প্রশাসন ৷ করোনা সংক্রমণ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সম্প্রতি হাওড়া পৌরনিগমের তরফে জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছিল ৷ তার কয়েকদিনের মাথায় 23 অক্টোবর নবান্নের তরফে বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে নতুন করে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করা হয় ৷ হাওড়া পৌরনিগমের 13, 32, 33, 34, 39, 41, 44, 47 এবং 48নং ওয়ার্ডের কয়েকটি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে ৷
আরও পড়ুন : Corona in India : সংক্রমণ বেড়ে প্রায় সাড়ে 13 হাজার, সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের