পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নাম না করে অসীমা পাত্রকে তুলে নিয়ে যাওয়ার হুমকি লকেটের

ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন অসীমা।

লকেট চট্টোপাধ্যায়

By

Published : Apr 13, 2019, 3:16 AM IST

Updated : Apr 13, 2019, 4:10 AM IST

ধনিয়াখালি, 13 এপ্রিল : ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। বিতর্কিত ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন অসীমা পাত্র।

গতকাল গুড়াপের শীতলাতলা মাঠে জনসভা করেন লকেট চট্টোপাধ্যায়। বক্তব্য রাখার সময় নাম না করে ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাঁর অভিযোগ, ভোটের আগে BJP-র পোলিং এজেন্টদের তুলে নিয়ে যাওয়া হয়। কোনও গোপনস্থানে আটক রাখা হয়। এবং নির্বাচন শেষে অপহৃতদের ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি হুমকির সুরে বলেন, "যে বিধায়কের নির্দেশে এবার লোকসভা ভোটে কাউকে তুলে নিয়ে যাওয়া হবে আমিও সেই বিধায়ককে তুলে নিয়ে যাব।" পাশাপাশি ধনিয়াখালি থেকে BJP-র বিজয়রথ বের হবে বলেও জানান তিনি।

লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

অপরদিকে লকেটের বক্তব্যকে চ্যালেঞ্জ করেন অসীমা পাত্র। তিনি বলেন, "লকেট আসুক। আমি রেডি আছি। ধনিয়াখালির মানুষও রেডি হয়ে আছেন।" পাশাপাশি নির্বাচন কমিশনেও অসীমা পাত্রের বিরুদ্ধে খুনের অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তাঁর বক্তব্য, ২৩ মের পর বাংলার কোথাও জায়গায় স্থান হবে না তাঁর।

Last Updated : Apr 13, 2019, 4:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details