পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় গায়েব লক্ষাধিক টাকা !

তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় তুলে নেওয়া হয়েছে 4 লাখ 35 হাজার টাকা ৷ অভিযোগ, হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি ৷

incident of bank fraud at Howrah
সায়ন্তন মুখোপাধ্যায় ও তাঁর মা

By

Published : Mar 15, 2021, 9:35 AM IST

Updated : Mar 15, 2021, 9:42 AM IST

হাওড়া, 15 মার্চ : ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা ৷ সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েও মিলছে না সুরাহা । পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তিনটে অ্যাকাউন্ট থেকে দফায় দফায় 4 লাখ 35 হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল ।

আরও পড়ুন : ডান কাঁধের পিছনে গেঁথে ছুরি, সফল অস্ত্রোপচার প্রাণরক্ষা এক ব্যক্তি

হাওড়ার জগাছা থানার সাঁতরাগাছি স্টেশন রোডের বাসিন্দা সায়ন্তন মুখোপাধ্যায় জানান, সংশ্লিষ্ট ব্যাঙ্কে তাঁর স্ত্রীর স্যালারি অ্যাকাউন্ট রয়েছে ৷ এছাড়াও তাঁর মায়ের পেনশন অ্যাকাউন্ট রয়েছে ৷ স্ত্রীর মোবাইল অ্যাপটি বেশ কিছুদিন ধরে খুলছিল না ৷ তাই তিনি ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বরে ফোন করেন ৷ অ্যাকাউন্টটি পুনরায় চালু করার জন্য কাস্টমার কেয়ারের তরফে স্ত্রীর অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয় ৷ আশ্বস্ত করা হয় 72 ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে ৷ এর কিছুক্ষণের মধ্যেই তাঁর মোবাইল নম্বরে একটি ফোন আসে ৷ একজনের উইটনেস লাগবে বলা হয় ৷ তখন তিনি তাঁর মায়ের পেনশনের অ্যাকাউন্ট নম্বরটা দিয়েছিলেন ৷ এরপর ফেব্রুয়ারির 24 তারিখ তাঁর ফোনে মেসেজ আসে তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে 9 হাজার টাকা ৷ মায়ের পেনশন অ্যাকাউন্ট থেকে 10 হাজার এবং তাঁর ও তাঁর মায়ের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে আরও 15 হাজার টাকা, সব মিলিয়ে প্রায় 35 হাজার টাকা তুলে নেওয়া হয়েছে ৷ এরপরেই ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করানো হয় ৷

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় গায়েব লক্ষাধিক টাকা

ঘটনায় স্থানীয় থানার পাশাপাশি সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হয় ৷ এরপর নতুন করে অ্যাকাউন্ট খুলে ব্যাঙ্ক অ্যাপ আপলোড করলে দেখেন সেভিং অ্যাকাউন্ট থেকে ওডি লোন করে দফায় দফায় চার লাখ টাকা তোলা হয়েছে ৷ সব মিলিয়ে তিনটি অ্যাকাউন্ট থেকে মোট 4 লাখ 35 হাজার টাকা তোলা হয়েছে ৷

সায়ন্তনবাবুর অভিযোগ, হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

Last Updated : Mar 15, 2021, 9:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details