হাওড়া, ২৬ ফেব্রুয়ারি : "আমি কোনও প্রতিশোধ চাই না। আমি বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলেছি। যত যুদ্ধ হবে তত কোল খালি হবে।" আজ ভারতীয় বায়ুসেনার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযানের পর একথা বলেন শহিদ বাবলু সাঁতরার স্ত্রী মিতা সাঁতরা। তিনি বলেন,"দিনের শেষে মনে রাখতে হবে সেনারা কারোর বাবা, কারোর স্বামী, কারোর ছেলে। তারাও চায় ঘরে ফিরে আসতে। ঘরে ফিরে মা ছেলে স্ত্রীর মুখ দেখতে। কিন্তু সেনাদের সুরক্ষা করা যে সরকারের কর্তব্য তা তারা বিন্দুমাত্র চিন্তা করে না।"
"যত যুদ্ধ হবে তত কোল খালি হবে, আমি প্রতিশোধ চাই না" - jammu
"যত যুদ্ধ হবে তত কোল খালি হবে"। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযানের পর একথা বলেন শহিদ বাবলু সাঁতরার স্ত্রী মিতা সাঁতরা।
মিতাদেবী আরও বলেন, "সরকার যেটা ঠিক মনে করেছে সেটা করেছে। ওরা যদি ভাবে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেবে, দেবে। যদি মনে করে পুরো পাকিস্তান গুঁড়িয়ে দেবে তাহলে দেবে। ওরা যা ঠিক মনে করবে তাই করবে। আমার কিছু বলার নেই। আমার যা গেছে, তা গেছে। আমাদের যে CRPF কনভয় গেল, তাতে যে IED জ্যামার লাগানো যেত, কত সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া যেত। সেটা তো ওরা চিন্তা করেনি। আমার মনে হয় সেনাদের সুরক্ষিত রাখার জন্য আর একটু চিন্তাভাবনা করা উচিত।"
আজ ভোর সাড়ে তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরে(POK) জঙ্গিঘাঁটিতে অভিযান চালানো হয়। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গিঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। সূত্রের খবর, নিকেশ হয়েছে ৩০০-র বেশি জঙ্গি। ধ্বংস করা হয়েছে ২০০টির বেশি AK রাইফেল, অসংখ্য হ্যান্ড গ্রেনেড, বিস্ফোরক ও ডিটোনেটর।