পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শনি-রবি রাতে হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন

প্যাসেঞ্জার ইয়ার্ডে রেল লাইনের সংস্কার কাজের জন্য আগামীকাল ও 1 ডিসেম্বর বাতিল করা হল বেশ কয়েকটি ট্রেন ৷ কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে ৷ কয়েকটি ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে ৷

aa
ফাইল ছবি

By

Published : Nov 29, 2019, 9:44 AM IST

হাওড়া, 29 নভেম্বর: প্যাসেঞ্জার ইয়ার্ডে রেল লাইনের সংস্কার কাজের জন্য আগামীকাল ও ও 1 ডিসেম্বর (রবিবার) রাত 00.15 মিনিট থেকে সকাল 8.15 মিনিট পর্যন্ত অর্থাৎ 480 মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে ।

এছাড়াও কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে ৷ বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন ৷ 38408 পাঁশকুড়া-হাওড়া লোকাল, 38405 হাওড়া-পাঁশকুড়া লোকাল ট্রেন দু'টি বাতিল হয়েছে ৷ প্রথম ট্রেনটি 1 ডিসেম্বর পাঁশকুড়া থেকে ও দ্বিতীয় ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার কথা ছিল ৷ পাশাপাশি সময় পরিবর্তনের তালিকাতেও রয়েছে বেশ কয়েকটি ট্রেন ৷ 12871 ইস্পাত এক্সপ্রেস যেটি হাওড়া থেকে 1 ডিসেম্বর 06.55 মিনিটে ছাড়ার কথা ছিল সেই ট্রেনটি 9.10 মিনিটে ছাড়বে । 12703 ফলকনামা এক্সপ্রেস যেটি হাওড়া থেকে 1 ডিসেম্বর 7.25 মিনিটে ছাড়ার কথা ছিল সেই ট্রেনটি ছাড়বে 9.20 মিনিটে ।

একটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে ৷ 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে 1 ডিসেম্বর ছাড়বে । কয়েকটি ট্রেনের যাত্রাও নিয়ন্ত্রণ করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details