পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সালকিয়া অঘোষিত হটস্পট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হরগঞ্জ বাজার - অঘোষিত হটস্পট

অঘোষিত হটস্পটে পরিণত হয়েছে উত্তর হাওড়ার সালকিয়া । শুধুমাত্র আক্রান্ত নয়, একাধিক মৃত্যুর খবরও মিলেছে সালকিয়া অঞ্চল থেকে। এরপরই কার্যত নড়েচড়ে বসেছে হাওড়া জেলা প্রশাসন এবং হাওড়া পুলিশ। গতকাল এবং আজ তাই গোটা বাজারটাই বন্ধ রাখা হয় । পরবর্তীতে এই সিদ্ধান্ত বদলে অনির্দিষ্টকাল করা হয় ।

howrah
সালকিয়া

By

Published : Apr 11, 2020, 11:06 PM IST

Updated : Apr 14, 2020, 9:28 PM IST

সালকিয়া, 11 এপিল : একের পর এক কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়ার পর কার্যত অঘোষিত হটস্পটে পরিণত হয়েছে উত্তর হাওড়ার সালকিয়া । শুধুমাত্র আক্রান্ত নয়, মৃত্যুর খবরও মিলেছে সালকিয়া অঞ্চলে । এরপরই কার্যত নড়েচড়ে বসেছে হাওড়া জেলা প্রশাসন এবং হাওড়া পুলিশ । লকডাউন এর মাঝেই কেবলমাত্র উত্তর হাওড়ার সালকিয়াকে মুড়ে ফেলা হয়েছে অতিরিক্ত নিরাপত্তার চাদরে । সক্রিয় হাতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে অকারণে বেরনো মানুষের বিরুদ্ধে । সংক্রমণ ছড়ানোর অন্যতম জায়গা হিসেবে পরিণত হয়েছে হরগঞ্জ বাজার । কারণ এই বাজার এলাকাতেই প্রত্যেক দিন বহু মানুষের জমায়েত হয় । তাই সেই জমায়েত এড়াতে বাজার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে । গতকাল এবং আজ তাই গোটা বাজারটাই বন্ধ রাখা হয় । পরবর্তীতে এই সিদ্ধান্ত বদলে অনির্দিষ্টকাল করা হয়েছে ।

এই বিষয়ে হাওড়ার পুলিশ কমিশনার কুনাল আগারওয়াল জানান," নিরাপত্তার কথা মাথায় রেখে পুরো বাজারটাকে সিল করে দেয়া হয়েছে । এদিকে বাজার বন্ধ রাখার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সবজি বিক্রেতারাও । ফলে আপাতত ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রির পথটি বেছে নিয়েছে বাজারের কাঁচা অনাজ বিক্রেতারা ।"

হাওড়ার কোনও অঞ্চল অঘোষিত হটস্পট ? দেখুন ভিডিয়োয়..

বিক্রেতাদের কথায়, ক্রেতারা বাজারে এসে অনেক ভিড় করেন । আমরা একাধিকবার দূরত্ব বজায় রাখার কথা বলেও কোনও লাভ হয়নি । তাই বাজার যদি পরবর্তীতেও বন্ধ রাখা হয় তাতে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে হলেও তাঁরা তা মানতে রাজি মানুষের নিরাপত্তার কথা ভেবে ।

Last Updated : Apr 14, 2020, 9:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details