পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 18, 2021, 4:28 PM IST

ETV Bharat / city

হাওড়া শহরে হকারদের টিকাকরণ শুরু

হাওড়া পৌরনিগমের উদ্যোগে শুরু হল শহরের হকারদের টিকাকরণের কাজ ৷ মঙ্গলবার হাওড়া ময়দানে রেড ক্রস সোসাইটির অফিসে শুরু হয় এই কর্মসূচি ৷ এদিন 100 জন হকারকে এখানে করোনার টিকা দেওয়া হয় ৷ সূত্রের খবর, এই এলাকার প্রায় 400-450 হকারকে কোভিড টিকা দেওয়া হবে ৷

wb_hwh_01_covid vaccine_wb10026
হকারদের টিকা দেওয়ার কাজ শুরু হাওড়া শহর এলাকায়

হাওড়া, 18 মে : কোভিড টিকার অপ্রতুলতার মধ্যেই হাওড়া পৌরনিগমের উদ্যোগে শুরু হল শহরের হকারদের টিকাকরণের কাজ ৷ মঙ্গলবার হাওড়া ময়দানে রেড ক্রস সোসাইটির অফিসে শুরু হয় এই কর্মসূচি ৷ হাওড়া পৌর নিগমের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য দফতরের সহায়তায় এই আয়োজন ৷ এদিন 100 জন হকারকে এখানে করোনার টিকা দেওয়া হয় ৷

সোমবারই হাওড়া পৌরনিগম সূত্রে জানানো হয়েছিল, হাওড়া শহরে যে সমস্ত হকার রয়েছেন, তাঁদের সকলকেই এই টিকাকরণের আওতায় আনা হবে ও তাঁদের টিকাকরণের ব্যবস্থা করা হবে ৷ এই সিদ্ধান্তে খুশি হাওড়া ময়দান এলাকার হকাররা ৷ সূত্রের খবর, এই এলাকার প্রায় 400-450 হকারকে কোভিড টিকা দেওয়া হবে ৷

হাওড়ার সমস্ত মানুষকেই করোনার টিকা দিতে বদ্ধপরিকর প্রশাসন ৷

আরও পড়ুন :টিকা বন্ধের নোটিস দেরিতে, বিক্ষোভ গ্রহীতাদের

এদিনের টিকাকরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পৌরনিগমের কমিশনার ধবল জৈন ও স্থানীয় বিধায়ক তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ৷ অরূপ এই প্রসঙ্গে বলেন, ‘‘আজ হাওড়া পৌরনিগমের উদ্যোগে ও স্বাস্থ্য দফতরের সহায়তায় হকারদের প্রথম দফার টিকা দেওয়ার কাজ শুরু হল ৷ এবার থেকে রোজ 100 জন হকারকে টিকা দেওয়া হবে ৷ জেলার সমস্ত মানুষ যাতে কোভিড টিকা পান, তারও ব্যবস্থা করা হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details