হাওড়া, 18 মে : কোভিড টিকার অপ্রতুলতার মধ্যেই হাওড়া পৌরনিগমের উদ্যোগে শুরু হল শহরের হকারদের টিকাকরণের কাজ ৷ মঙ্গলবার হাওড়া ময়দানে রেড ক্রস সোসাইটির অফিসে শুরু হয় এই কর্মসূচি ৷ হাওড়া পৌর নিগমের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য দফতরের সহায়তায় এই আয়োজন ৷ এদিন 100 জন হকারকে এখানে করোনার টিকা দেওয়া হয় ৷
সোমবারই হাওড়া পৌরনিগম সূত্রে জানানো হয়েছিল, হাওড়া শহরে যে সমস্ত হকার রয়েছেন, তাঁদের সকলকেই এই টিকাকরণের আওতায় আনা হবে ও তাঁদের টিকাকরণের ব্যবস্থা করা হবে ৷ এই সিদ্ধান্তে খুশি হাওড়া ময়দান এলাকার হকাররা ৷ সূত্রের খবর, এই এলাকার প্রায় 400-450 হকারকে কোভিড টিকা দেওয়া হবে ৷