শিবপুর, 25 নভেম্বর : প্রাতঃভ্রমণকারীদের জন্য খুলে দেওয়া হচ্ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের দরজা । তবে গার্ডেনের ভিতরে বিশেষ নজরদারি রাখা হচ্ছে । প্রাতঃভ্রমণকারীদের জন্য থাকছে বেশ কিছু বিধি-নিষেধ । সেগুলি বজায় রেখে মিলবে বি-গার্ডেনে প্রবেশে অনুমতি ।
প্রাতঃভ্রমণকারীদের জন্য 1 ডিসেম্বর থেকে খুলছে বি-গার্ডেন
কোরোনা পরিস্থিতিতে 25 মার্চ থেকে বি-গার্ডেন বন্ধ ছিল । প্রাথমিকভাবে প্রাতঃভ্রমণকারীদের জন্য বি-গার্ডেনের দরজা খুলছে ।
বি-গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছে, 1 ডিসেম্বর থেকে গার্ডেন খোলা হবে । প্রাতঃভ্রমণ আসা ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বি-গার্ডেন কর্তৃপক্ষ । প্রাথমিকভাবে শুধুমাত্র প্রাতঃভ্রমণকারীদের জন্যই খোলা হচ্ছে বি-গার্ডেন । এ ব্যাপারে সকলের সহযোগিতার আবেদন জানান হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে । আজ এই বিষয়ে জরুরি বৈঠক করে কর্তৃপক্ষ । লকডাউনের ঘোষণার পর 25 নভেম্বর থেকে গার্ডেন বন্ধ করে দেওয়া হয় । আনলক পর্বে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে থাকায় বি-গার্ডেন খোলার চিন্তা-ভাবনা করে কর্তৃপক্ষ । আপাতত কোরোনার সমস্ত প্রোটোকল মেনে গার্ডেন চালু হবে ।