হাওড়া, 19 সেপ্টেম্বর : প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে ৷ আর খুনের পর অ্যাম্বুলেন্সে করে দেহ নিয়ে পালিয়ে গেল ওই মহিলা ও তার প্রেমিক ৷ শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার আনন্দনগর এলাকায় ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, সঞ্জয় হাজরা নামে এক ব্যক্তিকে গতকাল বিকেল 5টা নাগাদ তাঁর স্ত্রী মৌসুমী হাজরা এবং প্রতিবেশী এক যুবক বীরজু দাস মিলে খুন করে বলে অভিযোগ ৷ আর খুনের পর দেহ লোপাট করতে তারা একটি অ্যাম্বুলেন্স সঞ্জয়ের দেহ নিয়ে পালিয়ে যায় ৷ আজ ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়রা পুলিশে খবর দিয়েছে ৷ সঞ্জয় হাজরার দেহ নিয়ে অভিযুক্তরা পলাতক ৷
জানা গিয়েছে, হাওড়ার আনন্দনগরের বাসিন্দা সঞ্জয় হাজরা ৷ তাঁর স্ত্রী মৌসুমী হাজরার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী যুবক বীরজু দাসের বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল ৷ গতকাল সঞ্জয় তাদের সেই সম্পর্কটি জেনে যান ৷ এর পরেই মৌসুমী হাজরা এবং তার প্রেমিক বীরজু সঞ্জয়কে খুনের পরিকল্পনা করে ৷ তারা দু’জনে মিলে সঞ্জয়কে আঘাত করে ৷ সেই আঘাত থেকেই সঞ্জয় হাজরার মৃত্যু হয় ৷ এর পর সঞ্জয়ের দেহ লোপাট করতে একটি অ্যাম্বুলেন্সের মধ্যে তাঁর দেহ তুলে দু’জনে মিলে এলাকা ছেড়ে পালিয়ে যায় ৷ বিকেল পাঁচটা নাগাদ তারা সেখান থেকে পালিয়ে যায় ৷