পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Liluah Murder: প্রেমিকের মদতে স্বামীকে খুন, অ্যাম্বুলেন্সে দেহ নিয়ে চম্পট অভিযুক্তদের - বিবাহ বহির্ভূত সম্পর্ক

প্রেমিকের মদতে স্বামীকে খুনের পর দেহ অ্যাম্বুলেন্সে নিয়ে পালাল স্ত্রী ৷ হাওড়ার লিলুয়ার ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ সেই সঙ্গে মৃত সঞ্জয় হাজরার দেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে ৷

A Man Murdered by his Wife in Lilua Howrah
প্রেমিকের মদতে স্বামীকে খুন, অ্যাম্বুলেন্সে দেহ নিয়ে চম্পট অভিযুক্তরা

By

Published : Sep 19, 2021, 6:15 PM IST

হাওড়া, 19 সেপ্টেম্বর : প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে ৷ আর খুনের পর অ্যাম্বুলেন্সে করে দেহ নিয়ে পালিয়ে গেল ওই মহিলা ও তার প্রেমিক ৷ শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার আনন্দনগর এলাকায় ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, সঞ্জয় হাজরা নামে এক ব্যক্তিকে গতকাল বিকেল 5টা নাগাদ তাঁর স্ত্রী মৌসুমী হাজরা এবং প্রতিবেশী এক যুবক বীরজু দাস মিলে খুন করে বলে অভিযোগ ৷ আর খুনের পর দেহ লোপাট করতে তারা একটি অ্যাম্বুলেন্স সঞ্জয়ের দেহ নিয়ে পালিয়ে যায় ৷ আজ ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়রা পুলিশে খবর দিয়েছে ৷ সঞ্জয় হাজরার দেহ নিয়ে অভিযুক্তরা পলাতক ৷

জানা গিয়েছে, হাওড়ার আনন্দনগরের বাসিন্দা সঞ্জয় হাজরা ৷ তাঁর স্ত্রী মৌসুমী হাজরার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী যুবক বীরজু দাসের বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল ৷ গতকাল সঞ্জয় তাদের সেই সম্পর্কটি জেনে যান ৷ এর পরেই মৌসুমী হাজরা এবং তার প্রেমিক বীরজু সঞ্জয়কে খুনের পরিকল্পনা করে ৷ তারা দু’জনে মিলে সঞ্জয়কে আঘাত করে ৷ সেই আঘাত থেকেই সঞ্জয় হাজরার মৃত্যু হয় ৷ এর পর সঞ্জয়ের দেহ লোপাট করতে একটি অ্যাম্বুলেন্সের মধ্যে তাঁর দেহ তুলে দু’জনে মিলে এলাকা ছেড়ে পালিয়ে যায় ৷ বিকেল পাঁচটা নাগাদ তারা সেখান থেকে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : Bhatkunda Murder Case : তৃণমূল নেতা চঞ্চল বক্সি খুনের ঘটনায় গ্রেফতার দুই ভাড়াটে খুনি

প্রতিবেশীরা প্রথমে বুঝতে না পারলেও, আজ সকালে তাঁরা বিষয়টি জানতে পারেন ৷ এর পরেই তারা লিলুয়া থানায় ফোন করে অভিযোগ জানান ৷ লিলুয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অন্যদিকে, যে অ্যাম্বুলেন্সে মৌসুমী এবং বীরজু সঞ্জয়ের দেহ নিয়ে পালিয়েছে, সেটির খোঁজ শুরু করেছে পুলিশ ৷ সেই সঙ্গে, মৌসুমী এবং বীরজুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ পুলিশের অনুমান, ওরা সঞ্জয়ের দেহ গায়েব করে দিতে পারে ৷ তারপর নিজেরা গা ঢাকা দিতে পারে ৷ তাই দ্রুত অ্যাম্বুলেন্সটির খোঁজ শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Post Poll Violence :বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুতে 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সিবিআইয়ের

ABOUT THE AUTHOR

...view details