বনগাঁ, 20 মার্চ : স্বামীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ মহিলার । মৃতের নাম শংকর দে(42) । অভিযুক্তের নাম শান্তি দে, ওরফে শ্যামা । বৃহস্পতিবার রাতে বনগাঁ থানার অন্তর্গত নেহেরুনগর এলাকার ঘটনা ।
জানা যায়, নেহেরুনগরের বাসিন্দা শংকর দের প্রথম পক্ষের স্ত্রীয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় । তারপর শান্তির সঙ্গে বছর আড়াই আগে বিয়ে হয় । পরিবারের দাবি, বিয়ের পর থেকেই স্বামীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শান্তি । রোজ তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত । এমন কী এক বছর আগে শান্তি বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল । কিছুদিন আগেই আবার ফিরে আসে ।