দুর্গাপুর, 30 মে : ভোট পরবর্তী হিংসার মামলায় দুর্গাপুরে সিবিআই এর অস্থায়ী দফতরে হাজিরা দিলেন তৃণমূলের একাধিক নেতা (TMC Leaders at CBI office in Durgapur in Post Poll Violence case) ৷ রবিবার রাতে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয় ৷ যে তালিকায় রয়েছেন, পূর্ব বর্ধমানের আউশগ্রাম ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপ মিদ্যা-সহ 5 তৃণমূল নেতা ৷ এ দিন সকালে দুর্গাপুর এনআইআইটি-তে সিবিআই এর অস্থায়ী দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হাজিরা দিয়েছেন তাঁরা ৷
অরূপ মিদ্যা ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, বীরভূমের মহম্মদ বাজারের তৃণমূল সভাপতি তাপস সিনহাকে ৷ এছাড়াও ব্লকস্তরের বেশ কয়েকজন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ৷ সিবিআই সূত্রে খবর, তাঁদের সবার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার মামলায় অভিযোগ রয়েছে ৷ সেই নিয়েই তদন্তের স্বার্থে ওই তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদ করা হবে ৷