পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Post Poll Violence Case : ভোট-পরবর্তী হিংসা মামলায় দুর্গাপুরে সিবিআই দফতরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতারা

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই এর নজরে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতারা (TMC Leaders at CBI office in Durgapur in Post Poll Violence Case) ৷ সিবিআই এর তলবে আজ দুর্গাপুরে সিবিআই এর অস্থায়ী দফতরে হাজিরা দিয়েছেন অরূপ মিদ্যা, তাপস সিনহা পাঁচ তৃণমূল নেতা ৷

TMC Leaders at CBI office in Durgapur in Post Poll Violence case
TMC Leaders at CBI office in Durgapur in Post Poll Violence case

By

Published : May 30, 2022, 1:14 PM IST

দুর্গাপুর, 30 মে : ভোট পরবর্তী হিংসার মামলায় দুর্গাপুরে সিবিআই এর অস্থায়ী দফতরে হাজিরা দিলেন তৃণমূলের একাধিক নেতা (TMC Leaders at CBI office in Durgapur in Post Poll Violence case) ৷ রবিবার রাতে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয় ৷ যে তালিকায় রয়েছেন, পূর্ব বর্ধমানের আউশগ্রাম ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপ মিদ্যা-সহ 5 তৃণমূল নেতা ৷ এ দিন সকালে দুর্গাপুর এনআইআইটি-তে সিবিআই এর অস্থায়ী দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হাজিরা দিয়েছেন তাঁরা ৷

অরূপ মিদ্যা ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, বীরভূমের মহম্মদ বাজারের তৃণমূল সভাপতি তাপস সিনহাকে ৷ এছাড়াও ব্লকস্তরের বেশ কয়েকজন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ৷ সিবিআই সূত্রে খবর, তাঁদের সবার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার মামলায় অভিযোগ রয়েছে ৷ সেই নিয়েই তদন্তের স্বার্থে ওই তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদ করা হবে ৷

ভোট-পরবর্তী হিংসা মামলায় দুর্গাপুরে সিবিআই দফতরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতারা

আরও পড়ুন : CBI summons Anubrata: ফের বিপাকে অনুব্রত, এবার ভোট পরবর্তী হিংসায় তলব সিবিআইয়ের

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যে একদফায় জিজ্ঞাসাবাজদ করেছে সিবিআই ৷ তাঁকে এই মামলায় ফের তলব করা হলেও, তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন ৷ এ বার অনুব্রতর দায়িত্বপ্রাপ্ত দুর্গাপুর এবং তাঁর নিজের জেলার তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ যা নিয়ে তৃণমূল নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়েছে, চক্রান্ত করে মিথ্যে মামলায় তৃণমূলের নেতাদের ফাঁসাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ ইতিমধ্যে এই মামলায় একাধিক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে সিবিআই ৷

ABOUT THE AUTHOR

...view details