পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অনুপস্থিতিতে ছাত্র-বিক্ষোভে উত্তাল দুর্গাপুরের বেসরকারি কলেজ

ছাত্র-বিক্ষোভের জেরে উত্তাল দুর্গাপুরের কাঁকসার একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ। উপস্থিতির হার ৫০ শতাংশের কম হলে দিতে হবে 7500 টাকা জরিমানা ৷

ছাত্র-বিক্ষোভ

By

Published : Nov 18, 2019, 8:13 PM IST

কাঁকসা, 18 নভেম্বর: কলেজে উপস্থিতির হার 50 শতাংশের কম হলে দিতে হবে 7500 টাকা জরিমানা ৷ তবেই পরীক্ষায় বসতে পারবে ছাত্ররা ৷ দুর্গাপুরের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ কর্তৃপক্ষ সোমবার এই নির্দেশ জারির পর পড়ুয়ারা ক্ষিপ্ত হয়ে কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে ।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যায় কাঁকসা থানার পুলিশ ৷ ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কলেজের তরফ থেকে প্লেসমেন্টের সুযোগ দেওয়া হয় না । তাই অন্য জায়গা থেকে প্রশিক্ষণ নিতে হচ্ছে ৷ ফলে তারা কলেজে নিয়মিত আসতে পারে না ৷ সেজন্য উপস্থিতির হার কমে যাচ্ছে ৷ যদি কলেজ ঠিকঠাক প্লেসমেন্টের সুযোগ করে দিত তাহলে বাইরে থেকে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হত না ৷ সেটাই যখন কলেজ দিতে পারছে না তাহলে টাকা কেন নেওয়া হচ্ছে বলে প্রশ্ন ছাত্রছাত্রীদের ।

আজ ছাত্র-ছাত্রীরা কলেজের প্রশাসনিক বিভাগ ঘেরাও করে ৷ তবে কলেজ কর্তৃপক্ষ নিজেদের অবস্থানে অনড় রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details