পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্কুলের পাঠ্যসূচিতে খেলাধুলোকে আবশ্যিক বিষয় করা হোক, সওয়াল প্রাক্তন ফুটবলারদের - Sports should be a compulsory subject in school syllabus

বাংলার ফুটবলের মান পড়ে যাচ্ছে ৷ কারণ বাচ্চাদের খেলাধুলোর প্রতি আগ্রহ কমছে ৷ অনেক জায়গায় মাঠও দখল হয়ে গেছে ৷ স্কুলের পাঠ্যসূচিতে খেলাধুলো একটা আবশ্যিক বিষয় হওয়া উচিত ৷ বক্তব্য প্রাক্তন ফুটবলার গৌতম সরকার ও সমরেশ চৌধুরির ৷

Gautam Sarkar
গৌতম সরকার

By

Published : Feb 17, 2020, 10:31 PM IST

দুর্গাপুর, 17 ফেব্রুয়ারি : স্কুলের পাঠ্যসূচিতে খেলাধুলোকে আবশ্যিক বিষয় করা হোক । দাবি জানালেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার ৷ আজ দুর্গাপুরের ভি কে নগরীর একটি ক্লাবে মাঠের উন্নয়নে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে আর্থিক অনুদান দেওয়া হয় । অনুষ্ঠানে ছিলেন ফুটবলার গৌতম সরকার, সমরেশ চৌধুরি, বিকাশ পাঁজি ৷ ছিলেন ওয়ার্ডের কউন্সিলর লাভলী রায়ও ।

গৌতমবাবু বলেন, "এটা স্কুল সিলেবাসের একটা বিষয় হওয়া উচিত ছিল ৷ কিন্তু বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়নি ৷ রাজ্যের প্রতিটি স্কুলে এটা বাধ্যতামূলক করা উচিত ৷ বলছি না শুধু ফুটবল, যে কোনও খেলা হতে পারে ৷ সেই খেলা সংক্রান্ত বিষয়ে পাশ করতে হবে ৷ তবেই প্রমোশন হবে ৷ "

ফুটবলার সমরেশ চৌধুরি

প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরি বলেন, "ফুটবল খেলার উৎসাহ বাচ্চাদের মধ্যে কমে গেছে ৷ এর অনেক কারণ আছে ৷ আর অনেক মাঠও দখল হয়ে গেছে ৷ বাচ্চারা মাঠ পাচ্ছে না ৷ আমরা স্কুল লেভেল থেকে খেলে এসেছি ৷ তখন স্কুল লেভেলে বিভিন্ন খেলা হত ৷ সেটা এখন বন্ধ হয়ে গেছে ৷ এখন শুধু পড়াশোনা ৷ " তিনি আরও বলেন, "এখন ইস্টবেঙ্গল, মোহনবাগানের খারাপ অবস্থার অন্যতম কারণ বাঙালি ছেলে নেই বললেই চলে ৷ আমরা যখন ইন্ডিয়া টিমে খেলেছি, আট-ন'জন বাঙালি ছেলে খেলত ৷ আর এখন সেটা কমে যাওয়ায় রাজ্যে ফুটবলের মানও নেমে যাচ্ছে ৷ "

"স্কুলের পাঠ্যসূচিতে খেলাধুলোকে আবশ্যিক বিষয় করা হোক", দাবি গৌতম সরকারের

ABOUT THE AUTHOR

...view details