পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durgapur Robbery : প্রাক্তন রেলকর্মীর বাড়িতে ডাকাতি, লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুঠের অভিযোগ

দুর্গাপুরে প্রাক্তন রেলকর্মীর বাড়িতে ডাকাতির অভিযোগ (Robbery in Ex Government Officer's House in Durgapur) ৷ ডাকাতরা লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুঠ করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা ৷ আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Robbery in Ex Government Officer's House in Durgapur
Robbery in Ex Government Officer's House in Durgapur

By

Published : May 10, 2022, 11:53 AM IST

দুর্গাপুর, 10 মে : সোমবার গভীর রাতে অণ্ডালের দিকনালায় প্রাক্তন রেল কর্মীর বাড়িতে ডাকাতি (Robbery in Ex Government Officer's House in Durgapur) ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে আনুমানিক 7 লক্ষ টাকা নগদ এবং 20 ভরি গয়না লুঠের অভিযোগ ৷ সোমবার মাঝরাতের ঘটনায় পুলিশ কুকুর নিয়ে তদন্তে নেমে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ ৷ ঘটনাস্থলে গিয়েছেন, কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা ৷

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত 1টা নাগাদ অণ্ডালের দিকনালার বাসিন্দা প্রাক্তন রেল কর্মী পরেশ কুণ্ডুর বাড়িতে ডাকাতরা হামলা চালায় ৷ বাড়ির পিছনের দরজা ভেঙে ভিতরে ঢোকে ডাকাতরা ৷ তার পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ আনুমানিক 7 লক্ষ টাকা এবং 20 ভরি গয়না নিয়ে চম্পট দেয় ডাকাতরা ৷ বাড়িতে বয়স্ক মানুষজন থাকায় ডাকাতদের খুব একটা সমস্যা হয়নি বলে মনে করছে পুলিশ ৷

অণ্ডালে প্রাক্তন রেল কর্মীর বাড়িতে ডাকাতি, লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুঠের অভিযোগ

আরও পড়ুন : Robbery in Malda : মালদায় দুঃসাহসিক ডাকাতি ! লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুট

কিন্তু, প্রশ্ন উঠছে বাড়িতে এত টাকা ও গয়না কেন ছিল ? যা নিয়ে পরিবারের তরফে দাবি করা হয়েছে, বাড়িতে বয়স্ক মানুষজন রয়েছেন ৷ জরুরি পরিস্থিতিতে তাঁদের শরীর খারাপের চিকিৎসার জন্য নাকি সেই টাকা রাখা ছিল ৷ আর বাড়ির সকল মহিলাদের গয়না মিলিয়ে প্রায় 20 ভরি সোনা ছিল বলে দাবি করেছেন পরেশ কুণ্ডুর ছেলে ৷ এই ঘটনায় মঙ্গলবার সকালে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় ৷ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তাও ঘটনাস্থল পরিদর্শন করেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details