দুর্গাপুর, 16 সেপ্টেম্বর: ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা ৷ দুর্গাপুরের কোক ওভেন এলাকার সগড়ভাঙ্গা মুসলিম পাড়ার ঘটনা ৷
বস্তা হাতে তিন সন্দেহভাজন ঘুরছিল এলাকায়, আটক করল পুলিশ - দুর্গাপুর
আজ সকাল 6টা থেকে সন্দেহভাজন তিনজনকে এলাকায় ঘুরতে দেখেন স্থানীয়রা ৷ তাদের মধ্যে একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷
ধৃত ব্যক্তি
আজ সকাল 6টা থেকে সন্দেহভাজন তিনজনকে এলাকায় ঘুরতে দেখেন স্থানীয়রা ৷ তাদের মধ্যে একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বাকি দু'জন পলাতক ৷ ধৃতের কাছে তিনটে বড় বস্তা ও একটি বিস্কুটের প্যাকেট ছিল । এলাকাবাসী ধৃত ব্যক্তিকে সেই বিস্কুট খেতে বলে ৷ না খেলে সন্দেহ আরও বাড়ে । জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তার বাড়ি ঝাড়খণ্ডে । খবর দেওয়া হয় পুলিশে ৷ প্রায় ঘণ্টা তিনেক পর পুলিশ এসে ধৃত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷