পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুর্গাপুরে বাজ পড়ে মৃত্যু ব্যক্তির - বাজ পড়ে মৃত্যু

আজ পশ্চিম বর্ধমানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে । সেই সময়ই বাজ পড়ে মৃত্যু হল একজনের ।

lightning
লাউদোহা

By

Published : May 27, 2020, 10:48 PM IST

দুর্গাপুর, 27 মে : আজ সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলা জুড়ে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। সেই সময় বাজ পড়ে মৃত্যু হল দুর্গাপুরের ফরিদপুর থানার মাধাইপুর এলাকার বাসিন্দা গোপাল যাদবের । ঝড় থামলে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন ECL কর্মী ।

আজ সকাল 10টা নাগাদ মোষ নিয়ে মাঠে যান গোপাল যাদব । সন্ধ্যায় শুরু হয় ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি । তা থামতেই কয়েকজন ECL কর্মী বাড়ি ফেরার সময় একজনের দেহ পড়ে থাকতে দেখেন । তারপর খাটালের লোকজন গিয়ে তাঁকে শনাক্ত করেন ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাজ পড়ে তাঁর মৃত্যু হয়েছে । ফরিদপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

ABOUT THE AUTHOR

...view details