অন্ডাল, 15 মে: ভয়াবহ ধসে আতঙ্কিত গ্রামবাসীরা । আতঙ্কে গ্রাম ছাড়ছে অধিকাংশ পরিবার । কিছু পরিবার আশ্রয় পেতে ইসিএল-এর ফাঁকা আবাসনে গিয়ে উঠছে । যদিও ইসিএল-এর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন বাউরি পাড়ার বাসিন্দারা ।
গতকাল অন্ডাল থানার অন্তর্গত পড়াসকোল গ্রামে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ফাটল দেখা দেয় । ক্ষতিগ্রস্ত প্রাচীন পদ্মাবতী মন্দির সহ গ্রামের শতাধিক বাড়িঘর । কাঁচা বাড়ির পাশাপাশি পাকা বাড়িতেও ফাটল ধরেছে । গতকালই ঘটনাস্থল পরিদর্শনে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় ঠাকুর ।