পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে দুর্গাপুরে বামেদের বিক্ষোভ সমাবেশ - tmc

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে দুর্গাপুরে বামেদের বিক্ষোভ সমাবেশ। বাম কর্মী-সমর্থকরা আজ মিছিল করে দুর্গাপুর মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসারের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন।

বামেদের বিক্ষোভ সমাবেশ

By

Published : Apr 11, 2019, 11:35 PM IST

দুর্গাপুর, 11 এপ্রিল: পৌরসভা নির্বাচনে দুর্গাপুর পৌরসভার অন্তর্গত 43টি ওয়ার্ডের বাসিন্দারা ভোট দিতে পারেননি। এই অভিযোগ তুলেছিল বিরোধীরা। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন আগামী 29 এপ্রিল। সবাই যাতে নিজের ভোট নিজেই দিতে পারেন সেই দাবিতে আজ বাম কর্মী-সমর্থকদের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়।

বাম কর্মী-সমর্থকরা আজ মিছিল করে দুর্গাপুর মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসারের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন। তাঁদের বক্তব্য, গতবছর পৌরসভা নির্বাচনে প্রায় 15710 জন মানুষ ভোট দিতে পারেননি। এটা কাগজ-কলমে হিসেবে। এছাড়া আরও অনেকেই ভোট দিতে পারেননি। বামেদের অভিযোগ, বেশ কয়েকজন পুলিশ আধিকারিক শাসকদলের হয়ে পক্ষপাতিত্ব করছেন। তাঁদেরকে চিহ্নিত করে অবিলম্বে বদলি করা হোক। দুর্গাপুর পৌরসভা নির্বাচনের আগে বহিরাগত দুষ্কৃতীরা এসেছিল। তারা এলাকার বিভিন্ন হোটেল ও অতিথিশালায় আশ্রয় নেয়। নির্বাচনের দিন তারাই এলাকায় সন্ত্রাস করে। ভোট লুট করে। এছাড়াও এলাকার শাসকদলের কর্মীদের অনেকের কাছেই বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে। সেগুলি অবিলম্বে উদ্ধারের দাবি জানিয়েছেন বাম কর্মী-সমর্থকরা।

আজ মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের CPI(M) বিধায়ক সন্তোষ দেবরায়। তিনি বলেন, "অবাধ শান্তিপূর্ণ ভোটের দাবিতে আমরা আজ বিক্ষোভ সমাবেশ করছি। ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে।" পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি প্রশ্ন তোলেন, "যারা মিছিলে এসেছিলেন তাঁরা পৌরসভার বাসিন্দা ছিলেন তো? আসলে পৌরসভার উন্নয়ন দেখে বামেরা জ্বলছে। এখন ভোটের বাজারে প্রচার পেতে এসব যাত্রাপালার আয়োজন। বামেদের বলুন তারা দিনে বাম আর রাতে রাম-নাম ছেড়ে একটা দল করুক।"

ABOUT THE AUTHOR

...view details