দুর্গাপুর, 26 এপ্রিল: দুর্গাপুরের 250টি দরিদ্র পরিবারের হাতে বিনামূল্যে সবজি তুলে দেওয়া হল । ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি ।
দুর্গাপুর নগর নিগমের 10টি ওয়ার্ডের কয়েকটি অসহায় পরিবারের জন্য বিনামূল্যে সবজির বাজার খোলা হয় । আজ এর উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি । ছিলেন শ্রমিক নেতা জয়ন্ত রক্ষিত, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ঘোষ সহ তৃণমূলের নেতা-কর্মীরা ।
250 দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যের সবজি বাজার দুর্গাপুরে
লকডাউনের জেরে অনেকেই সমস্যায় পড়েছেন । দুর্গাপুরে এরকম 250টি পরিবারের জন্য খোলা হল সবজি বাজার । যেখান থেকে বিনামূল্য সবজি সংগ্রহ করল তারা ।
সামাজিক দূরত্ব মেনে 250টি পরিবার প্রয়োজনীয় শাকসবজি সংগ্রহ করেন। দিলীপ অগস্থি বলেন, "এই ভাবে এগিয়ে আসতে হবে সবাইকেই। কারণ শুধু সরকার প্রচেষ্টা চালালে হবে না। বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কোরোনা সংক্রমণ প্রতিরোধে কাজ করছেন । আপনারা সবাই যেভাবে সমস্ত নিয়ম মেনে চলছেন তাতে আগামী দিন আমাদের কাছে অত্যন্ত শুভ হবে বলেই আমি বিশ্বাস করি ।"
জয়ন্ত রক্ষিত এই উদ্যোগের প্রধান উদ্যোক্তা । বলেন, ইস্পাত নগরীর 9 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বস্তির দরিদ্র মানুষ অত্যন্ত খুশি । তারা আজ বিনামূল্যে সবজি পেল ।