পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP-র দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচি, পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা - দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচি

কুমারমঙ্গলম শিশু উদ্যানে হামলার ঘটনাকে কেন্দ্র করে আজ দুর্গাপুর থানা ঘেরাও করে BJP কর্মী-সমর্থকরা ৷ পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে BJP-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে ৷ পরে পুলিশের কাছে ডেপুটিশন জমা করে BJP কর্মীরা ৷

BJP
BJP-র থানা ঘেরাও কর্মসূচি

By

Published : Feb 23, 2020, 5:01 PM IST

Updated : Feb 23, 2020, 8:20 PM IST

দুর্গাপুর, 23 ফেব্রুয়ারি : আন্তঃরাষ্ট্রীয় হিন্দি মঞ্চের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে কুমারমঙ্গলম শিশু উদ্যানে হামলা, বেসরকারি সংস্থার কর্ণধার দেবাশিস রায়সহ আরও কয়েকজনকে মারধরের ঘটনায় আজ BJP-র পক্ষ থেকে দুর্গাপুর থানা ঘেরাও করা হয় ৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে কয়েকশো BJP কর্মী-সমর্থক ঘেরাও কর্মসূচিতে যোগ দেয় ৷ BJP কর্মী-সমর্থকরা পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাধে ৷

পরিস্থিতি সামাল দিতে সকাল থেকেই দুর্গাপুর থানা এলাকায় মোতায়েন ছিল পুলিশ, কমব্যাট ফোর্স, RAF ৷ BJP-র অভিযোগ, দুর্গাপুরে বারবার BJP কর্মীরা আক্রান্ত হচ্ছেন৷ শাসকদলের কর্মীদের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করছে না ৷ লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "লোকসভা নির্বাচনে দুর্গাপুরে আলুওয়ালিয়া, এবং আসানসোলে বাবুল সুপ্রিয় জয়ী হয়েছেন ৷ পুরোনো মাটি ফিরে পেতে তৃণমূল কংগ্রেস পরিকল্পিভাবে সন্ত্রাস ছড়াচ্ছে ৷ বন্দুকের ভয় দেখিয়ে BJP-কে আটকানোর চেষ্টা করছে ৷ "

BJP-র দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচি

এ বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পূর্ব শাখার DCP অভিষেক গুপ্তার বক্তব্য,"BJP কর্মীরা থানায় ডেপুটেশন জমা করে ৷ তাদের দাবিগুলো আমরা খতিয়ে দেখছি ৷ ওরা অভিযোগ করেছে অনেক দেরি করে । আমরা দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছি ।"

কুমারমঙ্গলম শিশুউদ্যানে আজ একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা ও শান্তিরাম মাহাত ও তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারির ৷ স্থানীয় তৃণমূল নেতারা এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ৷ তৃণমূলের অভিযোগ, সেই অনুষ্ঠানে বাধা দেন পার্কের লিজ় নেওয়া বেসরকারি সংস্থার কর্ণধার দেবাশিস রায় ৷ দেবাশিসবাবু সক্রিয়ভাবে BJP-র সঙ্গে যুক্ত ৷ BJP-র অভিযোগ, অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় গতকাল দেবাশিসবাবুর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ গতকালের ঘটনায় আক্রান্ত হয়েছেন স্থানীয় BJP কর্মী অতুল বাগদি ৷ তাঁর অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলর রাজীব ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মী শেখর রাম তিন রাউন্ড গুলি চালায় ৷ সঙ্গে পার্কের ভিতর দেবাশিস রায়ের রেস্তরাঁ ভেঙে দেওয়া হয় ৷ ভেঙে ফেলা হয়েছে রেস্তরাঁর ভিতরে থাকা CCTV, ল্যাপটপ, কম্পিউটার ও সমস্ত আসবাবপত্র ৷ সেই সময় পুলিশ থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি ৷ পরে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থানে মোতায়েন করা হয় দুর্গাপুর থানার পুলিশসহ কমব্যাট ফোর্স ৷

Last Updated : Feb 23, 2020, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details