পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

উলটে গেল ডাম্পার, পুলিশের তোলাবাজি এড়াতে গিয়েই দুর্ঘটনা? - durgapur

ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গেল স্টোন চিপস বোঝাই ডাম্পার। আহত হলেন চালক ও খালাসি। ঘটনাটি দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার। স্থানীয়দের অভিযোগ, পুলিশের তোলাবাজি এড়িয়ে পালাতে গিয়েই ডিভাইডারে ধাক্কা মারে ডাম্পারটি।

উলটে গেছে ডাম্পার

By

Published : Feb 25, 2019, 6:58 AM IST

দুর্গাপুর, ২৫ ফেব্রুয়ারি : ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গেল স্টোন চিপস বোঝাই ডাম্পার। আহত হলেন চালক ও খালাসি। ঘটনাটি দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার। স্থানীয়দের অভিযোগ, পুলিশের তোলাবাজি এড়িয়ে পালাতে গিয়েই ডিভাইডারে ধাক্কা মারে ডাম্পারটি। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে দুর্ঘটনাস্থানে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভের পাশাপাশি চলে রাস্তা অবরোধ। অবরোধে আটকে পড়ে বহু যানবাহন। অবশেষে কোকওভেন থানার পুলিশ আধিকারিকরা সেখানে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে। স্বাভাবিক হয় যান চলাচল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দু'নম্বর জাতীয় সড়ক থেকে বাঁকুড়া যাওয়ার মূল সড়কে SB মোড়ে দাঁড়িয়ে পুলিশ চালকদের কাছ থেকে তোলা তোলে। এলাকাটি কোকওভেন থানার অন্তর্গত। গতরাতে পুলিশ যখন সেখানে দাঁড়িয়ে তোলা তুলছিল, তখন একটি ডাম্পার দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এরপর ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। আহত চালক ও খালাসিকে উদ্ধার করেন স্থানীয়রা। পুলিশ এসে তাঁদের হাসপাতালে নিয়ে যায়। এরপর এলাকায় শুরু হয় বিক্ষোভ।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের তোলাবাজির জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশকে যাতে টাকা দিতে না হয়, সেজন্য চালক ডাম্পারটি নিয়ে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, তার কিছুটা পরেই রাস্তা ঘেঁষে কয়েকটি ছোটো ছোটো বাড়ি রয়েছে। ডাম্পারটি সেই বাড়িগুলির উপর উলটে গেলে অনেকের প্রাণহানি হতে পারত।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details