পশ্চিমবঙ্গ

west bengal

Crack in Bridge: অস্থায়ী সেতুতে ফাটল, প্রাণ হাতে করে যাতায়াত এলাকাবাসীর

By

Published : Aug 6, 2022, 10:20 PM IST

কাঁকসা শিবপুরের অজয় নদীর অস্থায়ী সেতুতে ফাটল (Crack in Ajay River Bridge) ৷ যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা ৷ প্রাণ হাতে করে যাতায়াত এলাকবাসীর ৷ এদিকে অস্থায়ী সেতু কারণে বন্ধ নৌকা চলাচল ৷

Crack in Bridge
Etv Bharatঅস্থায়ী সেতুতে ফাটল, প্রাণ হাতে করে যাতায়াত এলাকাবাসীর

দুর্গাপুর, 6 অগস্ট: অজয়ে জল বাড়ার জেরে ফাটল ধরেছে কাঁকসার শিবপুরে অস্থায়ী সেতুতে (Crack in Ajay River Bridge)। সেই ফাটল ধরা অস্থায়ী সেতু দিয়ে অটো-টোটোর ঝুঁকিপূর্ণ যাতায়াত । আতঙ্কিত অবস্থায় পারাপার পথ চলতি মানুষজনের ৷ যেকোনও মুহূর্তে ঘটতে পারে বড়োসড় দুর্ঘটনা ৷ প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, বৃহস্পতিবার অজয় নদের জলস্ফীতির জেরে অস্থায়ী মাটির সেতু জলের তলায় চলে গিয়েছিল ৷ শুক্রবার কমেছে জল ৷ তার মধ্যে অস্থায়ী সেতুর চতুর্দিকে ফাটল দেখা দিয়েছে । একদিকে কাঁকসার শিবপুর ঘাট থেকে সবে মাত্র জল নেমেছে ৷ তারপরেই বাঁশের ব্যারিকেডের কিছুটা অংশ খোলা হয়েছে । ছাড় দেওয়া হয়েছে অটো-টোটোর যাতায়াতেও । প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করেছেন মানুষজন ৷ দুর্ঘটনা ঘটতে পারে যেকোনও সময়ে ৷ গত বছর বাঁশ কাঠের নড়বড়ে সেতু ভেঙে তলিয়ে গিয়েছিলেন এক বাইক চালক ও আরোহী। তলিয়ে দিয়েছিল বাইকও ৷ অথচ হুঁশ ফেরেনি প্রশাসনের ৷ স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের উপর আস্থা হারিয়েছেন ৷ এখন অপেক্ষা পার্শ্ববর্তী নির্মীয়মান স্থায়ী ব্রিজ তৈরির কাজ কবে শেষ হয় ৷

অস্থায়ী সেতুতে ফাটল, প্রাণ হাতে করে যাতায়াত এলাকাবাসীর

আরও পড়ুন:উল্টোডাঙা উড়ালপুলে ফের বড় ফাটল, ঘটনাস্থলে কেএমডিএ আধিকারিকরা

এদিকে অস্থায়ী সেতুর জেরে বন্ধ হয়ে গিয়েছে নৌকা চলাচল ৷ বন্ধ হয়ে গিয়েছে নৌকা চালকদের রুজি রোজগার ৷ এই প্রসঙ্গেই এক নৌকা চালক জানান, অস্থায়ী সেতু না-ভাঙলে নৌকা চালানোর অনুমতিও পাবেন না তাঁরা । তাই প্রশাসনের কাছে কাতর আর্তি দ্রুত নির্মীয়মান স্থায়ী সেতুর কাজ সম্পন্ন হোক ৷ ভাঙা হোক অস্থায়ী সেতু ৷ যাতে তাঁদের রুজি রোজগার আবার শুরু হয় ৷ এই প্রসঙ্গেই কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর জানান, প্রশাসন এবং পঞ্চায়েত নজরদারি চালাচ্ছে । যাতে কোনও বিপদ না-ঘটে সেদিকে তৎপর পুলিশ প্রশাসন । তবে 2023 সালের শেষের দিকে নতুন স্থায়ী ব্রিজ তৈরির কাজ শেষ হবে বলে তিনি জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details