দুর্গাপুর, 6 মার্চ : দুর্গাপুর ইস্পাত হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি যুবক ৷ তাঁকে হাসপাতালের সার্জিক্যাল বিভাগে আইসোলেশন রুমে রাখা হয়েছে ৷ তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত দু'টি রক্ত পরীক্ষার রিপোর্টের কোনওটাতেই কোরোনার উল্লেখ নেই ৷ তবে ওই যুবকের মা জানান, রক্ত পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট আজ পাওয়া যাবে ৷
দুর্গাপুর ইস্পাত হাসপাতালে আইসোলেশন বিভাগে ভরতি যুবক
নিগমেশ রায় নামের ওই যুবক দিল্লিতে একটি বেসরকারি বিমান সংস্থার কর্মী ৷ 10 দিন আগে কাশি, গলা ব্যথা, জ্বর নিয়ে দিল্লিতেই একটি হাসপাতালে দেখান ৷ এরপর মঙ্গলবার দুর্গাপুরে ফিরে আসেন ৷ এখন দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷
নিগমেশ রায় ৷ বয়স 20 বছর ৷ দিল্লিতে একটি বেসরকারি বিমান সংস্থায় গ্রাউন্ড স্টাফ পদে কর্মরত ৷ 10 দিন আগে গলা ব্যথা, জ্বর, কাশি নিয়ে প্রথমে দিল্লির একটি হাসপাতালে দেখান নিগমেশ ৷ সেখানকার চিকিৎসকরা তাঁর পরীক্ষা করেন ৷ তারপর তিনি দিল্লি থেকে বাড়ি ফিরে আসেন ৷ নিগমেশের মা পিয়ালি রায় জানান, মঙ্গলবার বিমানে দুর্গাপুরে ফিরে আসে নিগমেশ । নিগমেশের বাবা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী । তাই অসুস্থ নিগমেশকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁর রক্তের নমুনা পরীক্ষা চলছে ৷ আজ মিলবে রক্ত পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট ৷ পরিবারের বক্তব্য, চিকিৎসকরা জানিয়েছেন চূড়ান্ত রিপোর্ট এলেই জানা যাবে নিগমেশ কোরোনা আক্রান্ত কি না ৷
যদিও হাসপাতালের কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ৷ নিগমেশের মা জানিয়েছেন, নিগমেশকে রাখা হয়েছে হাসপাতালের আইসোলেশন বিভাগে ৷ চিকিৎসা চলছে ৷