পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : পানাগড় শিল্পতালুকে আজ কারখানার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যেই দুর্গাপুরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ সেখান থেকে দুপুর 1টা নাগাদ পানাগড়ে কারখানা উদ্বোধনে যাবেন তিনি ৷

পানাগড় শিল্পতালুকে আজ কারখানার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী
পানাগড় শিল্পতালুকে আজ কারখানার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রীপানাগড় শিল্পতালুকে আজ কারখানার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

By

Published : Sep 1, 2021, 8:46 AM IST

Updated : Sep 1, 2021, 10:08 AM IST

দুর্গাপুর, 1 সেপ্টেম্বর : আজ পানাগড়ে একটি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই গতকাল থেকেই পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে শুরু হয়েছে কড়া নজরদারি ৷ প্রায় 400 কোটি টাকা ব্যয় করে এখানে পলিফিলম কারখানা হতে চলেছে । কারখানার কাজ শেষ হলে বহু বেকার যুবক-যুবতী এখানে কাজ পাবে বলে আশাবাদী সকলে ।

গতকাল পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক চত্বর খতিয়ে দেখেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের কমিশনার সুধীরকুমার নীলকান্তানাম, ডিসি(পূর্ব) অভিষেক গুপ্তা, দুর্গাপুরের মহকুমাশাসক শেখর কুমার চৌধুরী । মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও ইতিমধ্যেই খতিয়ে দেখেছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক চত্বর । এছাড়াও গতকাল সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে যান দুর্গাপুর-পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান সুভাষ মণ্ডল ও তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় ।

আরও পড়ুন :Sand Mafia Arrested: মুখ্যমন্ত্রীর সফরের আগেই দুর্গাপুরে গ্রেফতার ৩ বেআইনি বালি কারবারি

এদিন পরিদর্শন শেষে বিধায়ক প্রদীপ মজুমদার বলেন, "তৃণমূল সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর শিল্পের প্রতি জোর দিয়েছে । এই কারখানাটি হলে বহু মানুষের কর্মসংস্থান হবে ৷"

এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় বর্তমান সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে বড় বড় কারখানা ৷ পানাগড়ে সিএনজি চালিত যে সার কারখানা রয়েছে তা বর্তমানে বেশ কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি । সেই কারখানাও পুনরায় চালু হবে বলে জানান তিনি ।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আজ পানাগড় শিল্পতালুকেই বেশ কয়েকজন শিল্পপতির সঙ্গে বৈঠক করবেন ৷ স্বাভাবিকভাবেই সাজো সাজো রব মুখ্যমন্ত্রীর আজকের এই সফরকে ঘিরে । দুর্গাপুর সিটি সেন্টারের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে অস্থায়ী হেলিপ্যাডে গতকাল বিকেলে নেমেছে মুখ্যমন্ত্রীর চপার ৷ সার্কিট হাউসে রাত্রিবাস করে আজ দুপুর 1 টায় চপারে করেই রওনা দেবেন পানাগড় ।

আরও পড়ুন :Illigal sand loaded truck : চালক-সহ 12টি বেআইনি বালিবোঝাই ট্রাক ধরল কাঁকসা পুলিশ

Last Updated : Sep 1, 2021, 10:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details