দুর্গাপুর, 1 সেপ্টেম্বর : আজ পানাগড়ে একটি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই গতকাল থেকেই পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে শুরু হয়েছে কড়া নজরদারি ৷ প্রায় 400 কোটি টাকা ব্যয় করে এখানে পলিফিলম কারখানা হতে চলেছে । কারখানার কাজ শেষ হলে বহু বেকার যুবক-যুবতী এখানে কাজ পাবে বলে আশাবাদী সকলে ।
গতকাল পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক চত্বর খতিয়ে দেখেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের কমিশনার সুধীরকুমার নীলকান্তানাম, ডিসি(পূর্ব) অভিষেক গুপ্তা, দুর্গাপুরের মহকুমাশাসক শেখর কুমার চৌধুরী । মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও ইতিমধ্যেই খতিয়ে দেখেছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক চত্বর । এছাড়াও গতকাল সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে যান দুর্গাপুর-পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান সুভাষ মণ্ডল ও তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় ।
আরও পড়ুন :Sand Mafia Arrested: মুখ্যমন্ত্রীর সফরের আগেই দুর্গাপুরে গ্রেফতার ৩ বেআইনি বালি কারবারি